বাংলাহান্ট ডেস্ক : আহমেদাবাদ বিমান দুর্ঘটনা প্রাণ (Plane Crash) কেড়েছে ২৪১ জনের। এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ায় মাঝপথেই স্বপ্ন শেষ হয়ে গিয়েছে অনেকের। মৃতদের তালিকায় রয়েছেন তরুণ ক্রিকেটার দীর্ধ প্যাটেল। গুজরাটের ২৩ বছর বয়সী দীর্ধ গবেষণার পাশাপাশি ক্রিকেট খেলতেন ইংল্যান্ডের ঘরোয়া ক্লাবে। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ক্লাব।
আহমেদাবাদ দুর্ঘটনায় (Plane Crash) প্রয়াত তরুণ ক্রিকেটার
ইংল্যান্ডের হাডার্সফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা শেষ করেন দীর্ধ। এছাড়াও লিডস মডারনিয়ান্স ক্রিকেট ক্লাবের হয়ে খেলতেন তিনি। ২০২৪ এর মরশুমেই বিদেশি ক্রিকেটার হিসেবে ক্লাবের হয়ে খেলেছিলেন দীর্ধ। তাঁর প্রয়াণে শোকবার্তা দেওয়া হয়েছে ক্লাবের তরফে।

শোকবার্তা প্রকাশ ক্লাবের: ক্লাবের তরফে শোকবার্তায় লেখা হয়েছে, ‘এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। দীর্ধের পরিবার, পরিচিতদের প্রতি আমাদের সমবেদনা রইল।’ গবেষণা শেষ করার পর টেক ইন্ডাস্ট্রিতে চাকরি জীবন শুরু করার পরিকল্পনা ছিল তাঁর। এয়ারেডেল ও ওয়ারফেডালে সিনিয়র ক্রিকেট লিগের তরফে জানানো হয়েছে, কেরিয়ার শুরু করার পরেও ক্রিকেট জীবন দীর্ঘায়িত করার কথা ভেবেছিলেন দীর্ধ (Plane Crash)। পড়াশোনা এবং ক্রিকেট দুটোতেই ভারসাম্য বজায় রাখতে জানতেন দীর্ধ, বলা হয়েছে ক্লাবের তরফে।
কী বললেন অধ্যাপক: তাঁর অধ্যাপক জানান, গবেষক হিসেবেও খুবই প্রতিভাবান ছিলেন দীর্ধ। তাঁর দাদা ক্রুতিকও পুল ক্রিকেট ক্লাবের হয়ে খেলতেন। দুই ক্লাবের তরফেই দীর্ধের প্রয়াণে শোকবার্তা দেওয়া হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় (Plane Crash) শোকস্তব্ধ সকলেই।
আরো পড়ুন : ‘প্রাণঘাতী’ জিআই সেপসিসে ভুগছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়! কীভাবে হয় এই রোগ? বাঁচার উপায়ই বা কী?
টেকঅফের প্রায় ১ মিনিটের মধ্যেই বিপদ নেমে এসেছিল বলে জানা গিয়েছে। বিমানটি উপরে ওঠার বদলে দ্রুত বেগে নীচে নেমে আসতে থাকে। কিছুটা এগিয়েই ধাক্কা মারে মেডিকেল কলেজের হস্টেলে। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে কিছুটা অংশ হস্টেলের ভেতরে ঢুকে যায়। বাকি অংশটা আছড়ে পড়ে মাটিতে। সঙ্গে সঙ্গে ঘটে বিরাট বিষ্ফোরণ। AFP সূত্রে খবর, এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছুঁয়েছে ২৭৯।





Made in India