বাংলাহান্ট ডেস্ক: যারা সিরিয়ালের ব্যাপারে মোটামুটি খোঁজখবর রাখেন তারা অভিনেত্রী অনন্যা গুহকে (Ananya Guha) নিশ্চয়ই চিনবেন। ইতিমধ্যেই একাধিক সিরিয়ালে দক্ষ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করে ফেলেছেন তিনি। যার জেরে খুব কম বয়সেই বেশ জনপ্রিয়তা পেয়ে গিয়েছেন অনন্যা। যদিও কারোর কাছে তিনি ‘মুন্নি’, কারোর কাছে আবার ‘রিয়া’ কিংবা ‘পিঙ্কিজি’।
‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ শেষ হওয়ার পর থেকে আর টেলিভিশনের পর্দায় দেখা মেলে না অনন্যার। মিঠাই এখনো চললেও সেখানেও বহুদিন দেখা নেই পিঙ্কিজির। তবে সোশ্যাল মিডিয়ায় আগের মতোই সক্রিয়তা বজায় রেখেছেন তিনি। আর সেখানেই অনন্যার ব্যক্তিগত জীবনের একটি খবরে নড়েচড়ে বসেছেন নেটিজেনরা।

প্রেম করছেন ‘লক্ষ্মী কাকিমা’র মেয়ে। নানা, এবার অনস্ক্রিনে নয়, বাস্তব জীবনেই। আসলে জল্পনার সূত্রপাত সোশ্যাল মিডিয়ায় অনন্যার শেয়ার করা একটি পোস্ট থেকে। প্রেম দিবসের দিন সাদা কালো দুটি ছবি শেয়ার করেছিলেন তিনি। সেখানেই তাঁর সঙ্গে দেখা যায় জনপ্রিয় ইউটিউবার সুকান্ত কুণ্ডুকে। প্রথম ছবিতে দেখা যায়, অনন্যার কপালে চুম্বন করছেন তিনি। আর দ্বিতীয় ছবিতে একে অপরকে জড়িয়ে ধরে রয়েছেন তাঁরা।
ক্যাপশনে দুটি হৃদয়ের ইমোজি ছাড়া আর কিছুই দেননি অনন্যা। তবে অনেকেই মনে করছেন, এভাবেই নিজেদের সম্পর্কে শিলমোহর দিয়েছেন তাঁরা। শুভেচ্ছা বার্তাও এসেছে ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের তরফে। উল্লেখ্য, এর আগেও একে অপরের সঙ্গে অনেক ছবি, ভিডিও শেয়ার করেছেন তাঁরা। কিন্তু সুকান্তকে বরাবর ভাল বন্ধুই বলে এসেছেন অনন্যা।
ভাল বন্ধু নাকি তার থেকেও বেশি কিছু? সত্যিটা কী? এখনো ঝেড়ে কাশছেন না তাঁরা। নেটিজেনরা অবশ্য নিজেদের ধারণা অনুযায়ী মন্তব্য করেছেন। কারোর মতে, সুকান্তর সঙ্গে নয়, বরং আয়ুষের সঙ্গেই বেশি মানায় অনন্যাকে। আবার কারোর মতে, বছর কয়েক আগেই মাধ্যমিক দিয়েছেন তিনি। এখন পড়াশোনাতেই মন দেওয়া উচিত অনন্যার।





Made in India