বাংলা হান্ট ডেস্ক: ঋণের ভারে জর্জরিত অনিল আম্বানির (Anil Ambani) কোম্পানি রিলায়েন্স ক্যাপিটালের (Reliance Capital) ক্রেতা হিন্দুজা গ্রুপ (Hinduja Group)-কে ওই কোম্পানি অধিগ্রহণ সম্পূর্ণ করার ক্ষেত্রে আরও সময় লাগতে পারে বলে জানা গিয়েছে। কারণ রিলায়েন্স ক্যাপিটাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) কাছে আবেদন করে ১০ দিনের সময় চেয়েছে। মূলত, রিলায়েন্স ক্যাপিটাল এই সময় চেয়েছে হিন্দুজা গ্রুপের কোম্পানির কাছে সম্পদ হস্তান্তর করতে।
জানিয়ে রাখি যে, হিন্দুজা গ্রুপের কোম্পানিতে রিলায়েন্স ক্যাপিটালের সম্পদ হস্তান্তর করার সময়সীমা ছিল গত শুক্রবার পর্যন্ত। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক ২০২৩-এর ১৭ নভেম্বর তারিখে এই সম্পত্তি হস্তান্তরের অনুমোদন দিয়েছিল। এই অনুমোদন শুধুমাত্র ৬ মাসের জন্য বৈধ ছিল। এদিকে, বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী, এখন রিলায়েন্স ক্যাপিটালের অ্যাডমিনিস্ট্রেটর RBI-এর কাছে ২৭ মে পর্যন্ত সময় চেয়েছে। এমতাবস্থায়, সম্পদ হস্তান্তরের পরে, রিলায়েন্স ক্যাপিটাল সম্পূর্ণরূপে হিন্দুজা গ্রুপের অন্তর্গত হবে।

২৭ ফেব্রুয়ারি রেজোলিউশন প্ল্যান অনুমোদিত হয়: প্রসঙ্গত উল্লেখ্য যে, NCLT-এর আদেশ অনুসারে, হিন্দুজা গ্রুপ কোম্পানির জন্য রেজোলিউশন প্ল্যান বাস্তবায়নের সময়সীমাও হল ২৭ মে। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল তথা NCLT-র মুম্বাই বেঞ্চ গত ২৭ ফেব্রুয়ারি এটির অনুমোদন করেছিল। এমন পরিস্থিতিতে IndusInd ইন্টারন্যাশনাল হোল্ডিংস লিমিটেডকে ২৭ মের মধ্যে রেজোলিউশন প্ল্যান বাস্তবায়ন করতে বলা হয়েছিল।
আরও পড়ুন: DA নিয়ে মিটে যাবে সরকারি কর্মীদের আক্ষেপ! সপ্তম পে কমিশন লাগুর পথে খোদ মুখ্যমন্ত্রী
IRDA রিলায়েন্স ক্যাপিটালের অধিগ্রহণের অনুমোদনও দিয়েছে: জানিয়ে রাখি যে, NCLT হিন্দুজা গ্রুপ কোম্পানি IndusInd ইন্টারন্যাশনাল হোল্ডিংস লিমিটেডের রিলায়েন্স ক্যাপিটালের জন্য ৯,৬৫০ কোটি টাকার একটি রেজোলিউশন প্ল্যান অনুমোদন করেছে। সম্প্রতি, IRDAI অনিল আম্বানির রিলায়েন্স ক্যাপিটাল অধিগ্রহণের জন্য হিন্দুজা গ্রুপ কোম্পানির বিডও অনুমোদন করেছে।
রিলায়েন্স ক্যাপিটালের ওপর এত ঋণ: উল্লেখ্য যে, রিলায়েন্স ক্যাপিটালের জন্য বিডের আমন্ত্রণ ২০২২ সালের ফেব্রুয়ারিতে জারি করা হয়েছিল। প্রাথমিকভাবে চারটি কোম্পানি রিলায়েন্স ক্যাপিটাল অধিগ্রহণের জন্য এগিয়ে এসেছিল। কিন্তু কম দরপত্রের কারণে ঋণদাতা গ্রুপ তা প্রত্যাখ্যান করে। পরে হিন্দুজা গ্রুপ এবং টরেন্ট ইনভেস্টমেন্ট আবার বিড জমা দেয়। যেখানে হিন্দুজা গ্রুপের বিড অনুমোদিত হয়। এই কোম্পানির প্রায় ৪০,০০০ কোটি টাকা ঋণ রয়েছে বলে জানা গিয়েছে।





Made in India