বাংলাহান্ট ডেস্ক: অতি সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেতা অনিল কাপুরের (anil kapoor) ছোট মেয়ে প্রযোজক রিয়া কাপুর (rhea kapoor)। একেবারেই চুপিসাড়ে হয়েছিল বিয়ের পরিকল্পনা। এমনকি দিদি সোনম কাপুরও (sonam kapoor) যখন লন্ডন থেকে মুম্বই উড়ে আসেন তখনো কাউকে ঘুণাক্ষরেও টের পেতে দেননি কিছু। শনিবার হঠাৎ করেই গুঞ্জন শোনা যায় দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন অনিল কন্যা।
বিয়ে মেটার দুদিন পর থেকে একে একে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করতে থাকেন রিয়া। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে অনিল ও সোনমকে একসঙ্গে নাচ করতে দেখা গিয়েছে। হাতে পানীয়ের গ্লাস নিয়ে মেয়েরই ছবি ‘খুবসুরত’এর জনপ্রিয় গান ‘আভি তো পার্টি শুরু হুই হ্যায়’এর তালে উদ্দাম নাচলেন অনিল। দেখে তাঁকে বোঝা দায় বয়স ৬৪ বছর।

ধূসর রঙা পাঞ্জাবি, হলুদ পাজামা হলুদ জ্যাকেটে দারুন হ্যান্ডসাম দেখাচ্ছিল বর্ষীয়ান অভিনেতাকে। অপরদিকে ফ্যাশনিস্তা সোনম বেছে নিয়েছিলেন সাদা গাউন। প্রযোজক তথা কোরিওগ্রাফার ফারাহ খান কুন্দর শেয়ার করেছেন বাবা মেয়ের এই দুরন্ত নাচের ভিডিও। অনিল সোনমকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সকলের একটাই বক্তব্য, এই বাবা মেয়ের জুটি বলিউডের সেরা।
https://www.instagram.com/reel/CSqefUMqTqx/?utm_medium=copy_link
বিয়েতে ফ্যাশনিস্তা দিদি সোনমকে টক্কর দিয়েছেন প্রযোজক বোন রিয়া। অফ-হোয়াইট রঙের শাড়ির সঙ্গে কুন্দনের গয়না বেছে নিয়েছিলেন তিনি। তবে সবথেকে বেশি নজর কেড়েছিল তাঁর মুক্তোয় মোড়া নেট স্টাইলের ওড়না। স্বামী করন বুলানি পরেছিলেন ক্রিম রঙের শেরওয়ানি ও সাদা রঙা চোস্তা।
https://www.instagram.com/p/CSqjNIvjU54/?utm_medium=copy_link
করন পেশায় একজন পরিচালক। তবে বিভিন্ন বিজ্ঞাপনের পরিচালনা করেন তিনি। জানা যাচ্ছে মাত্র বাইশ বছর বয়সেই নাকি ৫০০র ও বেশি বিজ্ঞাপন বানিয়ে ফেলেছিলেন এই সফল পরিচালক। দীর্ঘ ১৩ বছর ধরে রিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। অবশেষে বিয়েতে পরিণতি পেল তাঁদের সম্পর্ক।





Made in India