বাংলাহান্ট ডেস্ক: ভয়াবহ বন্যায় ঘোরতর সঙ্কটে পাকিস্তান (Pakistan Flood)। মানুষের মৃত্যু, ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমে বাড়ছে। পাকিস্তানের এমন দুর্দিনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছে। তবে এ প্রসঙ্গে ভারতের তরফে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু তার আগেই বলিউড অভিনেতা অনিল কাপুর (Anil Kapoor) নিজের উদ্যোগে সাহায্য পাঠালেন পাকিস্তানে।
হ্যাঁ, এমনি একটি খবর ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে। অনিল কাপুর নাকি ৫ কোটি টাকা অনুদান দিয়েছেন। পাকিস্তানের বন্যা পরিস্থিতি বা সেখানে সাহায্য পাঠানো নিয়ে কোনো টুইট বা আনুষ্ঠানিক ঘোষনা করা হয়নি অনিলের তরফে। কিন্তু ‘সত্য হি সনাতন’ নামে এক টুইটার ব্যবহারকারী এমন দাবি তুলে লিখেছেন, ‘পাকিস্তানে বন্যার জন্য অনিল কাপুর ৫ কোটি টাকা দান করেছেন। ভারতের কোনো মন্দিরে দিলে কী সমস্যা হত?’

‘হিন্দু হিন্দু অঞ্জলি’ নামেও এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর পোস্টে দেখা গিয়েছে একই দাবি। পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন, ভারতের উত্তরাখণ্ড, বিহারে যেখানে লাখ লাখ মানুষ প্রত্যেক বছর ঘরছাড়া হয় সেখানে দিলে কী ক্ষতি হত? এখনকার প্রজন্ম এঁকে নিজেদের আদর্শ মনে করে! সঙ্গে বলিউডকে বয়কটের ডাকও দিয়েছেন তিনি।

কিন্তু এই দাবিগুলো কি আদৌ সত্যি? না, জানা যাচ্ছ অনিল কাপুরের সম্পর্কে যে দাবিগুলিই করা হচ্ছে সবই ভুয়ো। পাকিস্তানের বন্যায় তিনি কোনো অনুদানই দেননি বলে খবর। প্রথমত, এ বিষয়ে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কোনো ঘোষনা নেই। দ্বিতীয়ত, বলিউডের তরফে পাকিস্তানে কোনো রকম সাহায্য পাঠানো হলে তা নিয়ে খবর নিশ্চয়ই ছড়াতো। কিন্তু অনিল কাপুর ৫ কোটি টাকা অনুদান পাঠিয়েছেন এমন কোনো খবরই বিগত কয়েক দিনে শোনা যায়নি।
শুধু অনিল নয়, খবর ছড়িয়েছিল রণবীর কাপুর এবং আলিয়া ভাটও পাকিস্তানকে সাহায্যের হাত বাড়িয়েছেন। কিন্তু পরে জানা যায়, সে খবরও ভুয়ো। প্রসঙ্গত, দিন কয়েক আগেই পাক অভিনেত্রী মেহবিশ হায়াত বলিউডের উপরে ক্ষোভ উগরে দিয়েছিলেন। পাকিস্তানের এমন দুর্দিনে সেখানকার ভক্তদের জন্য কোনো বার্তাই দেননি বলিউড তারকারা। রাজনীতির উর্দ্ধে উঠে বলিউড অভিনেতা অভিনেত্রীদের মুখ খোলার আর্জি জানিয়েছিলেন মেহবিশ। তারপরেই অনিলের অনুদান পাঠানোর ভুয়ো খবর ছড়ায়।





Made in India