বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (bollywood) জনপ্রিয় মডেলদের (model) মধ্যে অন্যতম নাম অঙ্কিতা দেব (ankita dave)। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট পরিচিতি রয়েছে তাঁর। সোশ্যাল দুনিয়ায় বেশ জনপ্রিয় অঙ্কিতা। সোশ্যাল মিডিয়ায় একাধিক অ্যাকাউন্ট রয়েছে তাঁর। প্রত্যেকটিতেই প্রায় লক্ষেরও ওপর ফলোয়ার্স রয়েছে এই মডেলের।
মাঝে মাঝেই নানা ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অঙ্কিতা। অন্যান্য তারকাদের মতো তিনিও ফটোশুট করেন মাঝে মধ্যেই। সেই সব ছবি নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ারও করে নেন অনুরাগীদের সঙ্গে। সম্প্রতি এমনই একটি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন অঙ্কিতা।

বেশ কয়েকটি নতুন ফটোশুটের ছবি শেয়ার করেছেন অঙ্কিতা। ছবিতে দেখা যাচ্ছে, একটি কালো সুইমসুটের মতো পোশাক পরে পোজ দিয়েছেন অঙ্কিতা। খোলা জ্যাকেটের চেন ও তাঁর আবেদনময়ী ভঙ্গি দেখে যেকোনো পুরুষের হৃদয়ে ঝড় উঠতে বাধ্য। প্রতি মুহূর্তে বেড়েই চলেছে এই ছবির লাইক ও শেয়ার। বহু মানুষ শেয়ার করেছেন অঙ্কিতার ছবি।
https://www.instagram.com/p/CA4UAUVpAZx/?igshid=6n3iuajv6fo2
https://www.instagram.com/p/CA26rQTJi85/?igshid=11aao8pvrnijg
https://www.instagram.com/p/CA17IEfpJXw/?igshid=1bi5yl6owlchl
নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অঙ্কিতাকে। আবার অনেকেই এই ধরনের ছবি পোস্ট করার জন্য সমালোচনাও করেছেন একাংশ। তাঁদের মতে এমন ছবি ভারতীয় সংষ্কৃতির পরিপন্থী। তবে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি অঙ্কিতা। তবে এই ধরনের ছবি এর আগেও শেয়ার করেছেন তিনি। সেই সব ছবিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
https://www.instagram.com/p/B_97-RcJUIw/?igshid=ph3y80o6zggh
https://www.instagram.com/p/B_uplF_JQfR/?igshid=k9vmrfy0jyz7
https://www.instagram.com/p/B9vn4nFJT7_/?igshid=13pfbi7iwe78e
প্রসঙ্গত, মাঝে মাঝেই নিজের নতুন নতুন ছবি শেয়ার করেন অঙ্কিতা। দিন দিন তাঁর জনপ্রিয়তা বেড়েই চলেছে নেটদুনিয়ায়।





Made in India