বাংলাহান্ট ডেস্ক: আর হাতে গোনা কয়েকদিনই বাকি নীল ভট্টাচার্য্য (neel bhattacharya) ও তৃণা সাহার (trina saha) জমকালো বিয়ের। গোটা টেলিপাড়া তো বটেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রিয় জুটির জীবনের সেই বিশেষ দিনটার জন্য।
আগামী ৪ঠা ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন নীল তৃণা। হয়ে গিয়েছে এনগেজমেন্ট ও সঙ্গীত সেরেমনিও। তবে আইবুড়ো ভাত পর্ব কিন্তু এখনো মেটেনি। বিয়ের আগে জমিয়ে আইবুড়ো ভাত খেয়ে নিচ্ছেন হবু বর কনে দুজনেই। সম্প্রতি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন আইবুড়ো ভাত খাওয়ালেন নীল তৃণাকে।

সেই সব ছবি নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। নীল ও তৃণার সঙ্গে ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘প্রিয় বান্ধবীর এবং আমাদের প্রিয় শিশুর আইবুড়ো ভাত। চিরকাল এই ভাবেই ভালো থাক।’ কমেন্ট বক্সে ধন্যবাদ জানাতে দেখা গিয়েছে তৃণাকে। এরপর অঙ্কুশ ঐন্দ্রিলার আইবুড়ো ভাত দেবেন তাঁরা, এমনটাই জানিয়েছেন নীল।
https://www.instagram.com/p/CKZqIKpMf7R/?igshid=kbb5g3lqim5k
আইবুড়ো ভাতের ঢালাও আয়োজন করেছিলেন এদিন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। চিংড়ি থেকে মাটন, চকলেট কেক থেকে মিষ্টি ব্যবস্থা ছিল সব কিছুরই। পাত পেড়ে খেলেন নীল তৃণা। এদিনের সব ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
https://www.instagram.com/p/CKZtbtKlS6v/?igshid=xw1iensgy3k3
সম্প্রতি প্রকাশ্যে আসে নীল তৃণার এনগেজমেন্টের বিশেষ ভিডিও। সঙ্গীত ও বাগদান দুই পর্বই উঠে এসেছে এই ভিডিওতে। নাচে গানে, রূপকথায় জমজমাট ছিল নীল তৃণার এনগেজমেন্ট। সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন তৃণা। আর তা শেয়ার করা মাত্রই ভাইরাল।
এনগেজমেন্টের জন্য এদিন প্যাস্টেল পিঙ্ক শাড়িতে সেজেছিলেন তৃণা। পাশে নীলের পরনে ছিল বাদামী বন্ধগলা। এদিনই এনগেজমেন্টের পরে ছিল সঙ্গীত সেরেমনি। তার জন্য ফের লুক চেঞ্জ। সঙ্গীতের জন্য গাঢ় নীল ও কমলা রঙা লেহেঙ্গা চোলিতে সেজেছিলেন তৃণা। নীল পরেছিলেন একই রঙের বন্ধগলা ও সাদা চুড়িদার।
বিয়ের থিম যে সাবেক বাঙালিয়ানা হবে, এ আগেই জানিয়ে রেখেছিলেন নীল তৃণা। কোনো ফিউশন লেহেঙ্গা নয়, খাঁটি লাল বেনারসী, মুকুটে কনের সাজে সেজেই বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী। নীলকেও দেখা যাবে ধুতি পাঞ্জাবীতে। বিয়ের দিন মেনুতে থাকছে রকমারি বাঙালি পদের সম্ভার। তার মধ্যে এপার বাংলার চিংড়ির মালাইকারিও যেমন রয়েছে তেমনি ওপারের চিতল মুইঠ্যাও থাকবে।
তবে ১৪ ফেব্রুয়ারি রিসেপশনে এক্কেবারেই ‘মুড চেঞ্জ’। নীলের আবদার মতো রিসেপশনে মুঘল থিমে সাজবে সবকিছু। পাতে থাকবে বিরিয়ানি, চাপ, কাবাব। পি সি চন্দ্র গার্ডেনে বসবে রাজকীয় রিসেপশনের আসর। অপরদিকে বিয়ে হবে অর্কিড গার্ডেনসে। খড়কুটোর গোটা টিমকেই বিয়ের জন্য নিমন্ত্রণ করেছেন বলেও জানান তৃণা।





Made in India