বাংলাহান্ট ডেস্ক: সুখবরটা দিয়েই দিলেন টলিউডের অন্যতম ‘হ্যাপেনিং’ জুটি অঙ্কুশ হাজরা (ankush hazra) ও ঐন্দ্রিলা সেন (oindrila sen)। লভ ম্যারেজ সারতে চলেছেন তাঁরা। দীর্ঘ প্রেমের পর অবশেষে বিয়ের সিদ্ধান্তটা নিয়েই নিয়েছেন দুজনে। আর সেই সুখবরই সোশ্যাল মিডিয়ায় ঘটা করে দিলেন অঙ্কুশ ঐন্দ্রিলা।
তবে এখানে একটা ছোট্ট টুইস্ট আছে। অঙ্কুশ ঐন্দ্রিলা লভ ম্যারেজ করছেন বটে, তবে সেটা বাস্তবে নয়, পর্দায়। নিজেদের নতুন ছবির শুটিং শুরুর খবরটা এভাবেই দিয়েছেন তাঁরা। নিজের ইনস্টা হ্যান্ডেলে ‘লভ ম্যারেজ’ ছবির একটি মোশন পোস্টার শেয়ার করে ঘোষনা সেরেছেন অঙ্কুশ। লিখেছেন, ‘ফাইনালি এবার হচ্ছে বিয়েটা’।

সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নতুন ছবি নিয়ে আসছেন অঙ্কুশ ঐন্দ্রিলা। তাঁরা ছাড়াও ছবিতে থাকছেন অপরাজিতা আঢ্য ও রঞ্জিত মল্লিক। এর আগে ‘ম্যাজিক’ ছবিতে জুটি বাঁধতে দেখা গিয়েছিল অঙ্কুশ ঐন্দ্রিলাকে। ভ্যালেন্টাইনস ডের দিন দুয়েক আগে মুক্তি পেয়েছিল ছবিটি।
অঙ্কুশ ঐন্দ্রিলার বিয়ে নিয়ে নেটপাড়ায় কৌতূহলের শেষ নেই। এর আগে অনুরাগীদের মনে আশা জাগিয়েও জল ঢেলে দিয়েছিলেন অভিনেতা। খবর দিয়েছিলেন, নতুন এক সদস্য আসছে পরিবারে। সকলেই ভেবেছিলেন ঐন্দ্রিলার কথা। কিন্তু শেষমেষ দেখা গেল এক নতুন গাড়ি কিনে বসে আছেন অঙ্কুশ।
https://www.instagram.com/tv/CVMq7T8h1kJ/?utm_medium=copy_link
এর আগে সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, করোনা না থাকলে চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতেন তাঁরা। তবে এখন সবই পেছোতে হয়েছে। সে বিষয়ে প্রশ্ন করা হলে অঙ্কুশ বলেন, “ডিসেম্বরে যখন কথা ছিল তখন তো হতেই পারে।”





Made in India