বাংলাহান্ট ডেস্ক: রাজ্য সরকারের তরফে দেওয়া ‘মহানায়ক’ সম্মান (Mahanayak Samman) নিয়ে প্রতি বছরই বাঁধে গণ্ডগোল। পুরস্কার প্রাপকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ঠাট্টায় মাতেন নেটনাগরিকরা। ব্যতিক্রম হল না এ বছরেও। অঙ্কুশ হাজরার (Ankush Hazra) হাতে মহানায়ক সম্মান উঠতে দেখে কটাক্ষ না করে থাকতে পারেননি কেউই। এবার অঙ্কুশ নিজে মুখ খুললেন মহানায়ক সম্মান নিয়ে।
মহানায়ক উত্তম কুমারের নামে এই পুরস্কার প্রদানের আয়োজন করা হয় রাজ্য সরকারের তরফে। এর আগে মহানায়ক এবং মহানায়িকা সম্মান পেয়েছেন দেব এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। পুরস্কার উঠেছে নুসরত জাহান, সোহম চক্রবর্তীর হাতে। এবারে কারা কারা পেলেন মহানায়ক সম্মান?

এ বছরে মহানায়ক সম্মান পেয়েছেন কোয়েল মল্লিক, শুভশ্রী, শ্রাবন্তী, অঙ্কুশও। এখন আর অভিনয় না করলেও মহানায়ক সম্মান উঠেছে তৃণমূল ঘনিষ্ঠ সায়ন্তিকার হাতেও। পাশাপাশি এ বছরে বিশেষ চলচ্চিত্র সম্মান পেয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং সোহিনী সরকারও। এছাড়াও বিশেষ চলচ্চিত্র সম্মান পেয়েছেন পরিচালক হরনাথ চক্রবর্তীও।
পুরস্কার প্রাপকদের তালিকা দেখে যথারীতি সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হাসাহাসি। মহানায়ক উত্তম কুমারের নামাঙ্কিত পুরস্কার গ্রহণ করার যোগ্যতা রয়েছে কিনা তা নিয়ে ট্রোলের মুখে পড়েছেন অঙ্কুশ। এবার তিনি নিজেই উত্তর দিলেন সমস্ত ট্রোলের।
পুরস্কার গ্রহণের ছবি শেয়ার করে অঙ্কুশ লিখেছেন, পুরষ্কার অনুপ্রেরণা যোগায়। তাই গ্রহণ করলাম । প্রচুর পরিশ্রম বাকি নিজেকে এই পুরস্কারের যোগ্য করে তোলার জন্যে। আপাতত আমার মত একজন সামান্য ‘নায়ক’ কে সরকারের তরফ থেকে এই “মহানায়ক” সম্মান টি দেওয়ার জন্য ধন্যবাদ। নজরের সামনে সাজিয়ে রেখে দেবো যাতে রোজ চোখ পড়লেই নিজেকে বলি ‘ভাগ্যবান দয়া করে ভগবান বানিয়েছেন .. যোগ্যতা পরিশ্রম করে নিজে অর্জন করো’।

প্রসঙ্গত, গত বছর নুসরত জাহানের মহানায়ক সম্মান পাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। তাঁর অভিনীত ছবিগুলির নাম নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন, মহানায়ক উত্তম কুমারের নামাঙ্কিত একটি পুরস্কার নেওয়ার মতো যোগ্যতা কি রয়েছে তাঁর? যদিও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সকলকে সম্মান দেওয়া হয়েছে। কাউকেই বাদ দেওয়া হয়নি। যারা যোগ্য সকলকেই মহানায়ক সম্মান দেওয়া হবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।





Made in India