বাংলাহান্ট ডেস্ক: বিয়ের ধুম লেগেছে বলিউডে। অতি সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন হিন্দি ইন্ডাস্ট্রির বাঙালি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (puja banerjee) ও কুণাল ভার্মা (kunal verma)। গোয়াতে বসেছিল বিয়ের আসর। হিন্দি ইন্ডাস্ট্রির বন্ধুদের পাশাপাশি টলিউড থেকে গিয়েছিলেন অঙ্কুশ হাজরা (ankush hazra) ও ঐন্দ্রিলা সেন (oindrila sen)। পূজা যখন টলিউডে ছিলেন তখনকার বন্ধু অঙ্কুশ। বিয়েতে যে তিনি আসছেনই তা নিয়ে কোনো ধন্দ ছিল না।
কিন্তু সেখানে গিয়ে অঙ্কুশ ঘোষনা করলেন পূজা কুণালকে ভাল মতোই টক্কর দিতে পারেন তিনি নিজের অর্ধাঙ্গিণী ঐন্দ্রিলাকে নিয়ে। শুধু তাই নয়, ঐন্দ্রিলাকে তিনি নিজের অপর অংশ অর্থাৎ ইংরেজিতে ‘বেটার হাফ’ বলেও মেনে নিয়েছেন। তবে ঐন্দ্রিলাকে ‘বেটার’ বলতেই আপত্তি তাঁর।

মুম্বইতে কাজ করলেও বাঙালি সংষ্কৃতি ভোলেননি পূজা। নিজেও বাঙালি মতে বিয়ে করেছেন আর অতিথি অভ্যাগতদেরও বাঙালি সাজে সেজে আসার অনুরোধ করেছিলেন। সেই মতো অঙ্কুশ ঐন্দ্রিলাও সেজেছিলেন কুর্তা, শাড়িতে। টলিউডের এই জনপ্রিয় জুটিরও বিয়ের পিঁড়িতে বসার গুঞ্জন শোনা যাচ্ছে। পূজা কুণালের বিয়ে দেখে ইচ্ছেটা কি পূ্রণ করেই ফেলবেন তাঁরা?
https://www.instagram.com/p/CWVOTRHMCa7/?utm_medium=copy_link
অঙ্কুশের বক্তব্য, এখনি এখনি না করলেও যখনি করবেন সম্পূর্ণ বাঙালি রীতিতেই বিয়ে করবেন। মেহেন্দি থেকে সঙ্গীত যেমন থাকবে তেমনি গায়ে হলুদ, সিঁদুরদান ও হবে। পাশাপাশি পূজা কুণালের প্রশংসাতেও পঞ্চমুখ। জানালেন, বিয়ের সব রীতি মেনেই এক হয়েছেন তাঁরা। তেমনি পেটপুজোরও ঢালাও আয়োজন ছিল। গোয়ার খাবারের পাশাপাশি বাঙালির প্রিয় পোলাও, রসগোল্লা আর ম্যাঙ্গো চমচমও ছিল।
মেহেন্দির দিন সবুজ সিক্যুইনের লেহেঙ্গায় সেজেছিলেন পূজা। পাশে সবুজ সাদা কুর্তা পাজামায় কুণাল। প্রিয় বান্ধবী মোনালিসাও হাজির ছিলেন বিয়েতে। আনুষ্ঠানিক ভাবে এখনো বিয়ের ছবি শেয়ার না করলেও টুকটাক ঝলক দেখিয়েছেন পূজা। বরবেশে ঘোড়ায় চড়ে বিয়ে করতে এসেছিলেন কুণাল। সোনালি পালকিতে চেপে বিয়ের আসরে আসেন পূজা।





Made in India