কালীপুজোর আগে বাংলায় গ্রেফতার এক বাংলাদেশি জঙ্গি, খোঁজ দিয়েছিল বেহালার ধৃতরা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বেহালার পর সুভাষগ্রাম (subhashgram), এনআইএ-র জালে ধৃত বাংলাদেশি জেএমবি (JMB) জঙ্গি। জানা গিয়েছে ধৃতের নাম আব্দুল মান্নান। তদন্তে তাঁর কাছ থেকে জাল ভোটার কার্ড ও আধার কার্ড উদ্ধার করেছে এনআইএ আধিকারিকরা।

কিছুদিন আগেই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স স্পেশাল অপারেশন করে বেহালার হরিদেবপুর থেকে চার জন বাংলাদেশি জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেছিল। গ্রেফতারের পর সেই ঘটনার তদন্তভারের দায়িত্ব পরে এনআইএ-র উপর।

এই ধৃত চার জনের মধ্যে ৩ জনকে নিজেদের হেফাজতে নিয়ে জোরদার জিজ্ঞাসাবাদ করতে থাকে এনআইএ আধিকারিকরা। যার ফলেই খোঁজ পাওয়া যায় আরও এক বাংলাদেশি জেএমবি জঙ্গির। আর সেই সূত্র ধরেই সুভাষগ্রাম থেকে এই বাংলাদেশি জেএমবি জঙ্গিকে গ্রেফতার করা হয়।

জানা গিয়েছে, এনআইএ আধিকারিকদের পাতা জালে মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগণার সুভাষগ্রাম থেকে ধরা পড়ে এক বাংলাদেশি। জানা গিয়েছে, তাঁর সঙ্গে যোগাযোগ রয়েছে বাংলাদেশি জেএমবি জঙ্গিদের। বাংলাদেশের বাসিন্দা এই ব্যক্তির নাম আব্দুল মান্নান।

সূত্র মারফত জানা গিয়েছে, বেশ কিছু বছর আগে কাঁটাতার পেরিয়ে ভারতে এসে আশ্রয় নেয় এই আব্দুল মান্নান। তারপর ভারতে থাকার জন্য বেআইনিভাবে তাঁর কিছু পরিচয় করে দেয় কয়েকজন। ধৃত এই জঙ্গির কাছ থেকে জাল ভোটার কার্ড ও আধার কার্ড উদ্ধার করা হয়েছে।