বাংলা হান্ট ডেস্কঃ পাঁচ দিন আগেই শেষ হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এরই মধ্যে সামনে এল এক তাজ্জব ঘটনা। রাস্তায় পরে বান্ডিল বান্ডিল উচ্চমাধ্যমিকের খাতা। ঘটনাটি ঘটেছে কোচবিহারের (Cooch Behar) খোকসাডাঙ্গা থানার বটতলা এলাকায়। সাতসকালে এরম ঘটনা সামনে আসতেই শোরগোল গোটা এলাকায়।
ঠিক কী হয়েছিল? শনিবারের কথা, রোজকার সকালের মতো প্রাতঃভ্রমণে বেরিয়ে একজনার চক্ষু চড়কগাছ। রাস্তায় হাঁটতে হাঁটতে এক প্রাতঃভ্রমণকারী হঠাৎ দেখেন রাস্তায় কিসের যেন পাঁচটা বান্ডিল পরে রয়েছে। একটু কাছে যেতেই পরিষ্কার হল সেগুলিতে রয়েছে উচ্চমাধ্যমিকের খাতা (Higher Sceondary Answer Sheet)! সব বান্ডিলের ওপর উচ্চ শিক্ষা সংসদের লোগো সহ স্লিপ চিপকানো।
জানা গিয়েছে দুলাল বর্মন নামে এলাকার এক স্কুল শিক্ষক খাতাগুলো দেখতে পান। সেগুলি উচ্চমাধ্যমিকের খাতা বুঝতে পেরে সেই খাতার বান্ডিলগুলি তুলে নিয়ে তৎক্ষনাৎ কোচবিহার জেলা শিক্ষা সংসদের সঙ্গে যোগাযোগ করেন ওই শিক্ষক। ফোন করে গোটা বিষয়টা জানিয়ে খাতাগুলো সংসদের তুলে দেন দুলাল। সূত্রের খবর, সেগুলো রাষ্ট্রবিজ্ঞানের খাতা ছিল।

উচ্চমাধ্যমিকের খাতা রাস্তায় পরে থাকার এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল পরে গিয়েছে গোটা শিক্ষা মহলে। এই বিষয়ে দুলালবাবু বলেন, ‘সকালে বেরিয়ে জানতে পারি উচ্চ মাধ্যমিকের খাতা রাস্তায় পাওয়া গিয়েছে। খবর পেয়েই খাতাগুলো তুলে নিয়ে আসি। তারপর সংসদের সদস্যদের হাতে তুলে দিই।’
অন্যদিকের, এই ঘটনায় পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ দুলালবাবুর এই সততাকে কুর্নিশ জানিয়ে তিনি বলেন, “লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যত নিয়ে ছেলেখেলা করার জন্য সংসদকে ধিক্কার জানাই।” তবে ঘটনা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে সংসদের ভূমিকায়।





Made in India