বাংলা হান্ট ডেস্কঃ হাইভোল্টেজ বৈঠকের পরও কাটল না জট। শনিবার কেষ্টকে ‘লাস্ট ওয়ার্নিং’ দিয়েছিল দল (Trinamool Congress)। তবে কীসের কী! আগামী ২৫ তারিখ, বুধবার বোলপুরে জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বৈঠক ডেকেছে বীরভূমের কোর কমিটি। ওই একই সময়, একই সঙ্গে বৈঠক ডেকেছেন কোর কমিটিরই সদস্য অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ওরফে কেষ্ট ও কোর কমিটির চেয়ারপার্সন তথা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। একই বৈঠকের জন্য আলাদা আলাদা ডাক।
কেষ্টকে নিয়ে ফের বিতর্ক | Anubrata Mondal
সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার বোলপুর জেলা তৃণমূল কংগ্রেসের মূল হোয়াটসঅ্য়াপ গ্রুপে বৈঠকের ডাক দিয়েছেন কোর কমিটির চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায়। এদিকে তার কিছুক্ষণ পরই ওই একই বৈঠকের জন্য অনুব্রত-অনুগামীদের গ্রুপেও ডাক পড়েছে। বৈঠকের আহ্বান জানিয়ে নিচে লেখা রয়েছে, ‘ধন্যবাদান্তে অনুব্রত মণ্ডল’। এখানেই উঠছে প্রশ্ন।
যেখানে বৈঠকের জন্য খোদ ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বৈঠক ডেকেছেন, সেখানে আলাদা ভাবে বৈঠক ডেকে কী প্রমাণ করতে চাইলেন কেষ্ট? নিজের ‘ক্ষমতা’ বোঝাতেও কী আলাদা করে বৈঠকের আহ্বান দিলেন অনুব্রত? তাহলে কী চেয়ারপার্সনের উপরে উঠতে চাইছেন কেষ্ট? এই প্রশ্নই এখন দলের অন্দরে।
ভিডিও দেখুন: https://youtu.be/AyJohssEM80?si=lEJTokHPBNNTurw0
প্রসঙ্গত, বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে শনিবার কড়া বার্তা দেয় তৃণমূল। সূত্র মারফৎ খবর বৈঠকে স্পষ্ট বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্লান্ত পরিশ্রমের ফসল এই দল। কারোর ব্যক্তিগত ইগোর লড়াইয়ের কারণে দলের ক্ষতি সহ্য করা হবে না। এই বার্তা কেবল কেষ্ট নয়, দেওয়া হয়েছে কাজল শেখকেও।

আরও পড়ুন: কেদারনাথে ভেঙে পড়ল যাত্রীবাহী হেলিকপ্টার, শিশু সহ মৃত একাধিক, চলছে উদ্ধারকাজ
শনিবার একুশে জুলাইয়ের বৈঠকের জন্য কলকাতায় এসেছিলেন কেষ্ট- কাজলরা। শহিদ স্মরণ কর্মসূচি- সহ বেশ কিছু সাংগঠনিক বিষয়ের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য জেলা নেতৃত্বদের ডেকেছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। গতকাল দুপুর ১টা নাগাদ ভবানীপুরে গীতবিতান ভবনে পৌঁছন কেষ্ট। এরপর তাঁকে ও কাজলকে নিয়ে তৃণমূলের (TMC) রাজ্য সভাপতি সুব্রত বক্সীর দফতরে হাজির হন ফিরহাদ হাকিম। সেখানে অরূপ বিশ্বাসও ছিলেন বলে খবর। সূত্রের খবর, এদিন দলের দুই নেতাকে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি অনুব্রতকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দেয় দল। এরপর যদি এদিক ওদিক কিছু হয়, তাহলে যে দল সহ্য করবে না সেটা পরিষ্কার করে দেওয়া হয়। তবে সেই বার্তার কয়েক ঘণ্টা পেরোতে না পেরোতেই নয়া বিতর্ক।





Made in India