‘হুমকি কাণ্ডে’র আবহেই কলকাতায় কেষ্ট! দুপুরেই ‘বড় বৈঠকে’ যোগ দেবেন তৃণমূল নেতা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ছাব্বিশের ভোটের আগে সম্ভবত শেষ একুশে জুলাই। ইতিমধ্যেই তোরজোড় শুরু করে দিয়েছে তৃণমূল (Trinamool Congress)। শনিবার দুপুরে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কার্যালয়ে একটি বৈঠক রয়েছে। সেখানে যোগ দেবেন বলে ইতিমধ্যেই কলকাতায় এসেছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। শুক্রবার রাতেই শহরে এসেছেন তিনি। গতকাল নৈহাটির বড়মার মন্দিরে পুজো দেন। আজ দুপুরে সুব্রতর (Subrata Bakshi) ভবানীপুরের কার্যালয়ে যাবেন।

অনুব্রত (Anubrata Mondal) ছাড়া আর কে কে থাকবেন এই বৈঠকে?

প্রত্যেক বছর একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশ আয়োজিত হয়। রাজ্যের নানান প্রান্ত থেকে সেখানে হাজির হন দলের কর্মী, সমর্থকরা। তাঁদের সভাস্থলে নিয়ে আসার দায়িত্ব থাকে জেলা নেতৃত্বের ওপর। এবার সেই কর্মসূচির প্রস্তুতি বৈঠকে যোগ দিতেই কলকাতায় এসেছেন কেষ্ট। বীরভূমের কোর কমিটির বাকি সকল সদস্য ও রাজ্যের অন্যান্য জেলা থেকে নেতারাও শহরে উপস্থিত হয়েছেন।

জানা যাচ্ছে, এদিনের বৈঠকে যোগ দেওয়ার জন্য তৃণমূলের (TMC) জেলা সংগঠনের সকল সভাপতি ও চেয়ারম্যানকে আগেই ডেকে পাঠানো হয়েছিল। কলকাতা উত্তর ও বীরভূমে সংগঠন পরিচালনার দায়িত্বে রয়েছে কোর কমিটি। ফলে সেই কমিটির প্রত্যেক সদস্যকে এই বৈঠকে থাকতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ মর্নিং স্কুল না করে সোজা ছুটি! সরকারের সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিভাবকরা

রামপুরহাটের বিধায়ক তথা বীরভূমের কোর কমিটির অন্যতম সদস্য আশিস বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘আমরা সবাই এসেছি। আমি, অনুব্রত ও কোর কমিটির বাকি সদস্যরা রাজ্য সভাপতির ডাকা বৈঠকে উপস্থিত হব’।

TMC leader Anubrata Mondal security decreased

উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের সাংগঠনিক স্তরে বেশ কিছু রদবদল হয়েছে। বীরভূম ও কলকাতা উত্তরে জেলা সভাপতির পদ তুলে দিয়েছে রাজ্যের শাসকদল। সংগঠন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে কোর কমিটিকে। এই রদবদলের পর সম্প্রতি বোলপুর থানার আইসি-কে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অনুব্রতর (Anubrata Mondal) বিরুদ্ধে। এই নিয়ে রাজ্য রাজনীতিতে বিস্তর জলঘোলা হয়েছে। এই আবহে একুশে জুলাইয়ের সভা নিয়ে প্রস্তুতি বৈঠকে যোগ দিতে কলকাতায় চলে এলেন কেষ্ট। এদিন জেলা নেতৃত্বের সঙ্গে এই বিষয়ে বিশদে আলোচনা করবেন সুব্রত।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।