বাংলা হান্ট ডেস্কঃ ফের স্বমহিমায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সোমবার পূর্ব বর্ধমানের মেমারিতে দলীয় প্রার্থী মধুসূদন ভট্টাচার্যের সমর্থনে একটি সভা করেন তিনি। ওই সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুমুল আক্রমণ করেন তিনি। অনুব্রত মণ্ডল ওই সভা থেকে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাড়ি যত বাড়ছে গ্যাস, পেট্রোল-ডিজেলের দামও তত বাড়ছে।

ওই সভা থেকে প্রধানমন্ত্রী মোদীকে বেইমান ও মিথ্যেবাদী বলেও আক্রমণ করেন তিনি। অনুব্রত মণ্ডল বলেন, নরেন্দ্র মোদীর রাম রাজত্বে পেট্রোলের দাম ১০০ হয়ে গেছে। ১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা কিছুই পূরণ করেন নি তিনি।

অনুব্রতর নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেন, আপনি আট বছরে কি করলেন আর দেখুন দিদি দশ বছরে কত কিছু করেছে। গোটা বাংলাকে এই দশ বছরে সাজিয়ে তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডল নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেন, তুমি মিড ডে মিলও বন্ধ করে দিয়েছ। আরেকদিকে মুখ্যমন্ত্রী চাল, ডাল, আলু, চিনি, ছোলা মিড ডে মিল সব দিয়েছেন। মোদী তুমি কোনও কাজই করোনি।





Made in India