বাংলা হান্ট ডেস্ক: বঙ্গ-বিজেপি নেতাদের সঙ্গে সাম্প্রতিককালে ব্যাপক দরজায় জড়িয়েছেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা (Anupam Hazra)। আর এবার কার্যত বোমা ফাটালেন তিনি। ভিডিও ফাঁস করার হুমকি দিলেন এই বিজেপি (BJP) নেতা।
শনিবার একটি ফেসবুক পোস্ট করেছেন অনুপম। অনুপমের ইঙ্গিত জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা এবং দলের রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর দিকে। সোশ্যাল মিডিয়ায় অনুপম লিখেছেন, ‘চক্রবর্তী এবং সাহা কোম্পানি, প্রাণে মারার চেষ্টা, রাতের অন্ধকারে লোক ভাড়া করে পোস্টার মারা, ফেক ছবি বানিয়ে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা, চালিয়ে যাও। মহিলাদের শিখিয়ে প্রেস কনফারেন্স করা—এসবের জন্য অল দ্যা বেস্ট। সমস্ত রকম নোংরামি সেরে নাও। ফিনিশিং টাচ আমি দেব।’
এরপরই অনুপম ‘চক্রবর্তী সাহেব’ উদ্ধৃত করে বিস্ফোরক দাবি করেছেন। ওয়াকিবহাল মহল মনে করছে, এই ‘চক্রবর্তী সাহেব’ আসলে বঙ্গ বিজেপির অমিতাভ চক্রবর্তীকে (Amitava Chakraborty) বোঝানো হয়েছে। তাঁকে উদ্দেশ্য করে অনুপম হাজরা লিখেছেন, ‘এসব সেরে নাও তারপর ফিনিসং টাচটা আমি দেব। কোনও কোনও বিকৃত ছবি দিয়ে নয় বরং তোমার এবং জনৈক মহিলার রঙ্গলীলার ভিডিও (Viral Video) প্রকাশ্যে আনা হবে। গোটা রাজ্যকে দেখানো হবে, তোমার নিস্পাপ ভাজা মাছটি উল্টে খেতে না পারার হাবভাবের পিছনে থাকা আসল বিকৃত চরিত্র। দিল্লিতে গেলে তুমি কাকে কী খুঁজে দিতে বলো সেটাও না হয় তথ্য প্রমাণ-সহ ঠিক সময়ে তুলে ধরা হবে। তোমার সঙ্গে আমার এটাই পার্থক্য থাকবে। আমারগুলি সাজানো ভিডিও হবে না, একদম জেনুইন ও অথেন্টিক হবে। আর নর্থ বেঙ্গলে যৌথ উদ্যোগে ৫৫ কোটির রিসর্টের কথা না হয় ছেড়েই দিলাম।’

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) থেকে শুরু করে অমিতাভ চক্রবর্তী এবং অন্যান্য বিজেপির রাজ্য নেতাদের একের পর এক কটাক্ষ করেছেন অনুপম হাজরা। এরই মধ্যে এবার অমিতাভ চক্রবর্তীর গোপন ভিডিও ভাইরাল করার হুমকি দিলেন অনুপম। যা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি।





Made in India