বাংলা হান্ট ডেস্ক : স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’তে প্রধান খলনায়িকা মিশকার (Mishka) ভূমিকায় অভিনয় করেই বাংলা জোড়া খ্যাতি পেয়েছেন অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta)। প্রথম সিরিয়ালেই অহনার অভিনয় দাগ কেটেছে দর্শকদের মনে। এই মেগা সিরিয়ালের দৌলতেই পর্দার মিশকা (Mishka) এখনকার বাংলা সিরিয়ালের অন্যতম সেরা খলনায়িকা।
হবু শাশুড়িকে হারিয়ে ‘শোকাহত’ মিশকা (Mishka)
এই সিরিয়ালের দৌলতে অহনার ঝুলিতে উঠেছে একাধিক পুরস্কার। এই অল্প দিনের কেরিয়ারে অভিনয় জীবনের পাশাপাশি তুমুল চর্চায় থেকেছে অহনার ব্যক্তিগত জীবনও। অনুরাগের ছোঁয়ার ডিভোর্সি মেকআপ আর্টিস্ট দীপঙ্করের সাথে সম্পর্কে জড়ানোর পর থেকেই নিজের মায়ের সাথে মুখ দেখাদেখি বন্ধ হয়েছে ‘মিশকা’ (Mishka) অহনার।
সেই থেকে লিভিং পার্টনারের পরিবারকেই নিজের বলে আঁকড়ে ধরেছেন অভিনেত্রী। এরই মাঝে রবিবার বড় ধাক্কা খেলেন অনুরাগের ছোঁয়ার এই খলনায়িকা। রবিবার ফেসবুক ওয়ালে হবু শাশুড়ি অর্থাৎ লিভ ইন পার্টনার দীপঙ্করের মায়ের মৃত্যুর সংবাদ-এর কথা জানিয়ে একটি ইমোশনাল পোস্ট করেছেন অহনা।
হবু শাশুড়ির সাথে অহনার সম্পর্ক কেমন ছিল? তা স্পষ্ট বোঝা যাচ্ছে এই ছবিগুলিতে। এদিন দীপঙ্করের মায়ের সাথে এক গুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অহনা। জানিয়েছেন তাঁর শেষ স্বপ্ন পূরণ করতে না পারার আফসোসের কথাও।
আরও পড়ুন : শিয়ালদহ স্টেশনের ২৫ টাকার হেডফোন! রচনার বেসুরো গান শুনে কানে হাত দিচ্ছেন নেটিজেনরা
সোশ্যাল মিডিয়ায় এদিন আফসোসের সুরে অভিনেত্রী লিখেছেন, ‘আর কোনো কষ্ট হবেনা তোমার! নতুন করে আবার জন্ম নিও। আর এইবার সমুদ্রের ঢেউ হয়ে এসো, তোমাকে শেষ বারের মতন তোমার পছন্দের জায়েগা (সমুদ্র)-তে নিয়ে যেতে পারলাম না।’
View this post on Instagram
সেইসাথে অভিনেত্রীর সংযোজন, ‘তবে পরের বার দীপঙ্কর আর মৌসুমী কেই ছেলে মেয়ে রূপে গ্রহণ কর, বড্ড যে ভালবাসে তোমাকে, পৃথিবীর সব থেকে ভালো ছেলে মেয়ের সব থেকে ভালো মা, আর আমাদের ব্যপারে নাই বা বললাম, আবার দেখা হবে আমাদের, আবার ওষুধ খাওয়ার জন্য বকব তোমাকে। আবার চুড়িদার জোর করে পড়াবো। আবার আন্টি বলে ডাকব।’





Made in India