বাংলাহান্ট ডেস্ক: সিরিয়ালপ্রেমীদের (Serial) যদি জিজ্ঞাসা করা হয়, তাদের সবথেকে প্রিয় সিরিয়ালটি কী? একটা বড় সংখ্যক দর্শক উত্তর দেবেন, ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhoya)। আর সেটার প্রমাণ শুধু দর্শকদের মুখের কথায় নয়, খুবই স্পষ্ট টিআরপি তালিকাতেও। বিগত কয়েক মাস ধরে টিআরপি তালিকার শীর্ষে রয়েছে একটাই নাম, অনুরাগের ছোঁয়া। স্টার জলসার সুপারস্টার একাই ঘোল খাইয়ে চলেছে অন্য সব মেগাগুলিকে।
সূর্য দীপার রসায়ন প্রথম থেকেই মন কেড়েছে দর্শকদের। আর তাই তো, সাড়ে নটার স্লটে থেকেও দর্শক টানতে কখনো বেগ পেতে হয়নি এই সিরিয়ালকে। এর আগে একই গল্প নিয়ে সিরিয়াল হয়েছে দক্ষিণ ভারতে, হিন্দিতেও। প্রত্যেকটাই সফল হয়েছে। বাংলা রিমেকও যে নির্মাতাদের নিরাশ করেনি তা বলাই বাহুল্য।

সিরিয়াল নির্মাতারা খুব ভাল ভাবে জানেন টিআরপি একবার উঠলে তা ধরে রাখতে হয় যেন তেন প্রকারেণ। এমনিতেই সোনা রূপার ট্র্যাক দর্শকদের খুবই পছন্দ হয়েছে। আর এবার দুই মেয়ের মাধ্যমে আবার এক হয়ে যাক সূর্য দীপা, এটাই প্রার্থনা দর্শকদের। তাদের আর্জি শুনেই সিরিয়াল আরেকটু জমজমাট করতে গোটা টিম পৌঁছে গিয়েছে দার্জিলিং।
না না, শুধু অনস্ক্রিনে নয়, অফস্ক্রিনেও অনুরাগের ছোঁয়ার শুটিং হচ্ছে কুইন অফ হিলস-এই। কার্শিয়ং, দার্জিলিং ঘুরে সিরিয়ালের শুটিং করছেন সকলে। দার্জিলিং ট্যুরের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন রূপাঞ্জনা মিত্র। বিমানবন্দরে তোলা গ্রুপফিতে দেখা গেল সূর্য ওরফে দিব্যজ্যোতিকেও। বাতাসিয়া লুপে ধরা দিল প্রায় গোটা অনুরাগের ছোঁয়া পরিবার। শুধু দেখা মিলল না দীপা ওরফে স্বস্তিকারই। অবশ্য তিনিও ব্যাকগ্রাউন্ডে পাহাড় রেখে পোজ দিতে ভোলেননি।

প্রসঙ্গত, স্টার জলসার স্টার বলা যায় অনুরাগের ছোঁয়াকে। সবে মাত্র এক বছর পূর্ণ হয়েছে এই মেগার। এই পুরো সময়টাই ভাল ফল করেছে অনুরাগের ছোঁয়া। প্রথম থেকেই সেরা দশের টিআরপি তালিকায় জায়গা পেত এই মেগা। তবে ইদানিং যেমন টানা বাংলা সেরা হচ্ছে অনুরাগের ছোঁয়া তাতে অত্যন্ত খুশি সূর্য দীপা অনুরাগীরা।





Made in India