বাংলাহান্ট ডেস্ক: শেষ মুহূর্তে ঝুলন গোস্বামীর (jhulan goswami) বায়োপিক থেকে সরে দাঁড়ালেন অনুষ্কা শর্মা (anushka sharma)। ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়িকার বায়োপিকে অভিনয় করার কথা ছিল বিরাট পত্নির। কিন্তু শেষ মুহূর্তে ‘না’ করে দিলেন অনুষ্কা। বলিউড সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই খবর মিলেছে। চলতি বছর থেকেই ফের শুটিং শুরু হওয়ার কথা ছিল।
ঠিক কী কারণে ছবি থেকে নিজের নাম সরিয়ে নিলেন অনুষ্কা তা এখনো স্পষ্ট নয়। তবে ছবিটি প্রযোজনার দায়িত্ব থেকে সরেননি তিনি। অভিনেত্রীর প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মজের তরফেই ছবিটি তৈরি হবে। পরিচালনা করবেন প্রসিত রায়। এর আগে অনুষ্কার সঙ্গে ‘পরী’ ছবিতে কাজ করেছিলেন তিনি।

গত বছর থেকেই এই বায়োপিকের সঙ্গে অনুষ্কার জড়িত থাকার খবর ভাইরাল হতে শুরু করে। ইডেন গার্ডেনে ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরে শুটিং করতে দেখা গিয়েছিল তাঁকে। সঙ্গে ছিলেন ঝুলনও। তবে এখন অনুষ্কা ছবি থেকে সরে দাঁড়ানোয় নতুন অভিনেত্রীর খোঁজ চলছে। শোনা যাচ্ছে, অপেক্ষাকৃত নতুন মুখের খোঁজ করা হচ্ছে এই বায়োপিকের জন্য।
গত বছর ছবির শুটিং শুরু হলেও মাঝে করোনা আবহের জন্য বেশ কিছুদিন বন্ধ ছিল কাজ। তারপর অনুষ্কার সন্তানসম্ভবা হওয়ার খবর আসে। কাজ থেকে বিরতি নিতে বাধ্য হন তিনি। আর এখন একেবারেই সরে দাঁড়ালেন তিনি। নতুন করে কবে ছবির শুটিং শুরু হবে তা জানা যায়নি।

ক্রিকেটার হিসেবে বাংলার মেয়ে ঝুলন গোস্বামীর সফরটা ফুটে উঠবে বায়োপিকে। নদিয়ার চাকদহের মেয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপের ফাইনালছ তুলেছিল। কিন্তু লর্ডসে একটুর জন্য ইংলন্ডের কাছে হেরে যায় ভারত। ২০০৭ এ ঝুলন গোস্বামী আইসিসির ওমেন’স প্লেয়ার অফ দ্য ইয়ার নির্বাচিত হন। পদ্মশ্রী এবং অর্জুন পুরস্কারেও সম্মানিত হয়েছেন তিনি।





Made in India