বাংলা হান্ট ডেস্কঃ যে কোনো সময় সামনে আসবে দিনক্ষণ। বর্তমানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পঞ্চায়েতের (Panchayat Vote) আগে পায়ের তলার মাটি শক্ত করতে আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়েছে শাসক থেকে শুরু করে বিরোধী সকলেই। পাখির চোখ ২৩ পঞ্চায়েত ভোট। রাজ্য জুড়ে চলছে সভা, জন-সভা। এই আবহেই এবার বাঁকুড়ায় গিয়ে ধিক্কার সভা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পাশাপাশি ভোট লুঠ নিয়ে দিলে কড়া বার্তাও দিয়ে এলেন বঙ্গ বিজেপির অন্যতম প্রধান এই সৈনিক।
ঠিক কী বললেন ঘোষবাবু? শনিবার সন্ধ্যায় বাঁকুড়ার (Bankura) নিকুঞ্জপুরে ধিক্কার সভার আয়োজন করে বিজেপি। সেই সভা থেকেই দলের কর্মীদের নিদান দিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, “বুথে ফালতু লোক ঢুকে ভোট লুঠের চেষ্টা করলে তাহলে ভাল করে ট্রিটমেন্ট করে দেবেন”।
বিজেপি কর্মীদের উদ্দেশে দিলীপ ঘোষ আরও বলেন, “হাসপাতালের আগে আপনারা তার ট্রিটমেন্ট করবেন। আর এর জন্য কাঁচা বাঁশের ডাং (লাঠি) লাগবে। যেন সেই ডাঙে গাঁট থাকে। লাগলে যেন ভেতরে লাগে”। এখানেই শেষ নয়, এরপর তিনি আরও বলেন, “যা হয়ে গিয়েছে তা হয়ে গিয়েছে। পরিশ্রম করে সংগঠন করেছি। মানুষের বাড়ি বাড়ি গিয়েছি। আর ভোটের দিন কেউ ভোট লুঠ করবে তা সহ্য করব না।”

প্রসঙ্গত, এই প্রথম নয়, সর্বদাই নিজের কড়া মন্তব্যের জেরে বিতর্কের শিরোনামে বড়সড় জায়গা করে নেন দিলীপবাবু। এবারেও তার অন্যথা হল না। তবে এখানে উল্লেখ্য, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বিপুল পরিমান ভোট লুঠ হয়ে উঠেছিল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছিল একই অভিযোগ।
প্রধানত সব জায়গায়তেই ভোট লুঠের অভিযোগ উঠেছিল শাসকদলের সঙ্গী-সাথীদের বিরুদ্ধে। বছরের পর বছর পেরিয়ে গেলেও এখনও জ্বলন্ত সেই ইস্যু। অনেকের মতে, ২০১৮ সালের সেই চিত্র যাতে এবারের পঞ্চায়েতে ফিরে না আসে সে কারণে আগেভাগেই ভোট লুঠ রুখতে শক্ত হাতে প্রস্তুত থাকতে চাইছেন বিরোধী নেতারা।





Made in India