বাংলাহান্ট ডেস্ক: রাজ্য সরকারের আয়োজিত বিজয়া সম্মেলনে যোগ দেওয়ায় ধুন্ধুমার কাণ্ড অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে (Aparajita Adhya) নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জড়িয়ে ধরে ছবি তুলে নেটিজেনদের রোষানলে পড়েছেন তিনি। ‘লক্ষ্মী কাকিমা’ সুপারস্টারের মতো সব সমস্যার সমাধান করেন তিনি পর্দায়। কিন্তু বাস্তবে তাঁকেই কিনা ট্রোলের মুখে পড়তে হচ্ছে!
বুধবার রাজ্য সরকারের বিজয়া সম্মেলনে গিয়ে মুখ্যমন্ত্রী সহ অন্য তারকা ব্যক্তিত্বদের সঙ্গে ছবি তুলেছিলেন অপরাজিতা। দেখা গিয়েছে ঊষা উত্থুপ, লীনা গঙ্গোপাধ্যায়, ভরত কল, জুন মালিয়া, শ্রীতমা ভট্টাচার্য, রাজ চক্রবর্তী, পাওলি দাম, অরিন্দম শীলদের।

তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে অপরাজিতার ছবিটা নিয়ে বিশেষ চর্চা শুরু হয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ জড়িয়ে ধরে তাঁর কাঁধে মুখ রেখে ছবি তুলেছেন অভিনেত্রী। দুজনের ঘনিষ্ঠ বন্ধন ফুটে উঠেছে ছবিতে। আর এই ছবি নিয়েই যত কাণ্ড নেটদুনিয়ায়। অপরাজিতাকে ‘চটিচাটা’ তকমা দিতেও ছাড়েননি নেটনাগরিকরা।
সংবাদ মাধ্যমের তরফে বিষয়টা নিয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি পালটা জিজ্ঞাসা করেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তোলা কি অন্যায়? অপরাজিতা বলেন, মুখ্যমন্ত্রীর একটা অনুষ্ঠান ছিল। তিনি ছাড়াও টলিউডের আরো অনেকে গিয়েছিলেন সেখানে। যারা যারা গিয়েছিলেন, তাদের অনেকের সঙ্গেই তিনি ছবি তুলে শেয়ার করেছেন। অভিনেত্রীর কটাক্ষ, যাদের কোনো কাজ নেই তারা একটা ছবিকে কেন্দ্র করে অনেক কিছু বলে বেড়ায়।
নেটিজেনরা অবশ্য অপরাজিতার উত্তরে খুশি হননি। কেউ লিখেছেন, ‘একটা সন্ধ্যা যদি ওখানেও কাটাতেন যেখানে চাকরিপ্রার্থীরা ৫৭৮ দিন ধরে ধর্ণা দিচ্ছে।’ আরেকজন কটাক্ষ করেছেন, ‘পরের বারের ভোটের টিকিট কনফার্ম। রাজ্যের শিক্ষার এই বেহাল দশা একজনের জন্য তার সাথেই এইসব। বাহ ভাল ভাবতাম, শিক্ষিত ভাবতাম আগে।’





Made in India