বাংলাহান্ট ডেস্ক: প্রতিনিয়ত কিছু না কিছু ঘটে চলেছে সিরিয়াল জগতে। একটি সিরিয়াল (Serial) শেষ হচ্ছে, তার জায়গা নিচ্ছে নতুন মেগা। এই চক্র চলেই যাচ্ছে। তেমনি একটি সিরিয়াল শেষ হওয়ার সঙ্গে অভিনেতা অভিনেত্রীরা বিদায় নিয়ে যোগ দিচ্ছেন অন্য সিরিয়ালে। এক সময়ের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরাও কামব্যাক করছেন।
দর্শকদের প্রিয় কয়েকজন অভিনেতা অভিনেত্রীর সম্ভাব্য কামব্যাকের খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে টেলিপাড়ায়। এই তালিকায় এবার যুক্ত হল আরো এক নাম, অপরাজিতা আঢ্য। বড়পর্দা, ছোটপর্দার দাপুটে অভিনেত্রী তিনি। সিনেমার পাশাপাশি বিভিন্ন চ্যানেলে একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি।

শেষ বার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় ফিরেছিলেন তিনি। প্রিয় অভিনেত্রীকে ফিরে পেয়ে খুব খুশি ছিলেন দর্শক। তাছাড়া সিরিয়ালের গল্পও বেশ মনে ধরেছিল সবার। কিন্তু বছর ঘোরার আগেই শেষ হয়ে যায় লক্ষ্মী কাকিমা সুপারস্টার। এক রকম তাড়াহুড়ো করেই যেন শেষ করে দেওয়া হয় সিরিয়ালটি।
তারপর থেকেই অনেকের প্রশ্ন ছিল আবার কবে সিরিয়ালে ফিরবেন অপরাজিতা। শেষমেষ অপেক্ষার অবসান ঘটতে চলেছে বলে খবর। তবে জি বাংলায় নয়, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’এ দেখা যাবে অপরাজিতাকে। জানা যাচ্ছে, একটি রান্নার প্রতিযোগিতায় যোগ দিতে চলেছে শঙ্কর এবং ঐশানী। সেই প্রতিযোগিতার বিচারক হিসেবে অপরাজিতাকে দেখা যাবে বলে খবর।
প্রসঙ্গত, ছোটপর্দার অনেকদিনের সদস্য অপরাজিতা। প্রথম সারির দুই চ্যানেলেই একাধিক সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। তাঁর অভিনীত প্রতিটি চরিত্রই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ‘পারি’ থেকে শুরু করে ‘লক্ষ্মী কাকিমা’ পর্যন্ত অনবদ্য সব চরিত্র দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তবে নতুন কোনো সিরিয়ালে আবার কবে দেখা যাবে তার অপেক্ষায় রয়েছে দর্শকরা।





Made in India