বাংলাহান্ট ডেস্ক: আজ ছিল মাদার্স ডে (Mothers Day)। বিশ্বজুড়ে মা-দের জন্য উদযাপন করা হয়েছে এই বিশেষ দিন। তারকারাও সামিল হয়েছিলেন মাদার্স ডে-র উদযাপনে। অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) নিজের দুই মায়ের সঙ্গেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। নিজের জন্মদাত্রী মাকে তিনি হারিয়েছেন চলতি বছরেই। মাদার্স ডে-তে আবারো সেই স্মৃতি ঘুরে দেখলেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অপরাজিতা। নিজের মা আর শাশুড়ি মায়ের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। কম বয়সের আর এখনকার ছবি মিলিয়ে মিশিয়ে পোস্ট করেছেন অভিনেত্রী। কোনো ছবিতে তরুণী অপরাজিতা দাঁড়িয়ে রয়েছেন মায়ের সঙ্গে। কোনোটায় আবার শাশুড়ি মা স্নেহের চুম্বন এঁকে দিচ্ছেন তাঁর গালে।

ক্যাপশনে অপরাজিতা লিখেছেন, ‘আমার দুই মা দেবকী এবং যশোদা। দেবকী জন্ম দিয়েছেন এবং যশোদা পালন করেছেন। দেবকী ধারণা করতেন যে আমি যা করি তা সবসময় ভুল করি, দেবকি মায়ের অনেক অভিযোগ ছিল। তবে যশোদা মা আমি ভুল করলেও বলেন একদম ঠিক করেছি। দেবকী ২৭শে ফেব্রুয়ারি ইহলোক ত্যাগ করেছেন। আন্তর্জাতিক মাতৃদিবসে আমি দুই মাকে আদরের সহিত সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি।’
গত ২৭ ফেব্রুয়ারি নিজের মাকে হারিয়েছেন অভিনেত্রী। বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন অনেক দিন। ভর্তি ছিলেন হাসপাতালে। মা তৃপ্তি আঢ্যর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই ভাগ করে নেন অভিনেত্রী। অপরাজিতার জীবনের অনেকখানি জুড়ে ছিলেন তাঁর মা। বাবাকে হারিয়েছেন অনেক ছোট বয়সে। মাধ্যমিক দেওয়ার কয়েকদিন আগেই পিতৃহারা হন অপরাজিতা।

জন্মদিনের পরপরই মাকে হারান অপরাজিতা। জন্মদিনটা হাওড়ায় মায়ের কাছেই কাটিয়েছিলেন অপরাজিতা। তার কয়েকদিন পরেই মাকে চিরতরে হারিয়ে ফেলেন অভিনেত্রী।





Made in India