বাংলা হান্ট ডেস্ক ঃ কোথাও যাওয়ার জন্য আর গাড়ির অপেক্ষা না করে স্মার্টফোনেই ক্যাব বুক করে নেওয়াই এখন সকলের পছন্দ। তবে আগামী ৪৮ ঘন্টা বন্ধ থাকবে সমস্ত ক্যাব তাই কোথাও যাওয়ার থাকলে অবশ্যই এই দুদিন আর ক্যাবের ভরসা করা যাবে না।
কারণ ফের ট্যাক্সি ধর্মঘট এর সিদ্ধান্ত নিয়েছে আর এস পি শ্রমিক সংগঠন। আগামীকাল রাস্তায় নামবে না কোন ক্যাব।

আরএসপি ছাড়াও এই ধর্মঘটের সহমত জানিয়েছেন এ আই টি ইউ সি শ্রমিক সংগঠন মূলত ভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন তারা।





Made in India