বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে একাধিকবার Apple-এর উদ্দেশ্যে ভারতে (India) ব্যবসা বৃদ্ধি না করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও, Apple ভারতে তার অবস্থান আরও মজবুত করতে কোনও খামতি রাখছে না। আসলে, ইতিমধ্যেই একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এখন কোম্পানিটি শীঘ্রই বেঙ্গালুরুর হেব্বালের Phoenix Mall of Asia-তে ভারতের তৃতীয় রিটেল স্টোরটি খুলতে চলেছে। বিজনেস স্ট্যান্ডার্ডের এক রিপোর্ট অনুসারে, এই নতুন স্টোরটি ভারতে Apple-এর ক্রমবর্ধমান কৌশলের একটি অংশ হিসেবে বিবেচিত হবেন।
ভারতে তৃতীয় রিটেল স্টোর খুলতে চলেছে Apple:
নতুন স্টোরটি কত বড় হবে: প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা হয়েছে, বেঙ্গালুরুতে খুলতে চলা এই স্টোরটি ৮,০০০ বর্গফুট জুড়ে বিস্তৃত হবে। এটি আকারে দিল্লির Apple স্টোরের মতো হবে। তবে মুম্বাইয়ের ফ্ল্যাগশিপ স্টোরের (২০,৮০০ বর্গফুট) চেয়ে ছোট হবে। রিপোর্ট অনুসারে, জানা গিয়েছে, Apple ওই স্থানটি ১০ বছরের জন্য লিজ নিয়েছে। প্রথম ৩ বছরের জন্য, কোম্পানি তার আয়ের ২ শতাংশ ভাড়া হিসেবে দেবে এবং তার পরে এই হার হবে ২.৫ শতাংশ। এদিকে, এই লিজ ৮ নভেম্বর, ২০২৪ থেকে শুরু হয়েছে এবং ভাড়া আগামী ৮ অগাস্ট, ২০২৫ থেকে শুরু হবে। এর অর্থ হল আগামী কয়েক মাসের মধ্যে এই দোকানটি গ্রাহকদের জন্য খুলে যাবে।

একটি বৃহত্তর পরিকল্পনার অংশ: জানিয়ে রাখি যে, Apple-এর এই স্টোরটি এই সংস্থার ভারতে (India) দীর্ঘ সময় ধরে থাকার পরিকল্পনার অংশ। ইতিমধ্যেই Apple-এর CEO টিম কুক ঘোষণা করেছেন যে, এই কোম্পানিটি ভারতে আরও ৪ টি রিটেল স্টোর খোলার পরিকল্পনা করছে। যার মধ্যে পুণে এবং দিল্লি-এনসিআর অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে, ২০২৩ সালে মুম্বাই এবং দিল্লিতে Apple-এর খোলা স্টোরগুলিকে ওই সংস্থার ভারত মিশনের সূচনা হিসেবে বিবেচনা করা হয়েছিল। এমতাবস্থায়, বেঙ্গালুরুতে এই স্টোরটি ওই লক্ষ্যেই একটি দৃঢ় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন: আর নেই বেশি সময়! ইংল্যান্ড সফরের আগেই বড় সিদ্ধান্ত নিল BCCI
ভারত ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠেছে: সময়ের সাথে পাল্লা দিয়ে ভারত (India) এখন Apple-এর জন্য কেবল একটি বিক্রয় বাজার নয়, বরং একটি গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র তথা ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠছে। Apple সম্প্রতি জানিয়েছে যে, ২০২৫ সালের জুন থেকে আমেরিকায় বিক্রি হওয়া বেশিরভাগ iPhone-এ “মেড ইন ইন্ডিয়া” ট্যাগ থাকবে। অন্যদিকে iPad, MacBooks, Apple Watches এবং AirPods ভিয়েতনাম থেকে আমেরিকায় পাঠানো হবে।
আরও পড়ুন: দেখা হতেই মোদীর পা ছুঁয়ে প্রণাম করলেন বৈভব সূর্যবংশী! ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী যা বললেন….
আমেরিকায় শুল্ক আরোপের হুমকি: এদিকে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Apple-কে সতর্ক করে জানিয়েছেন, যদি আমেরিকায় iPhone তৈরি না করা হয়, তাহলে সংস্থার ওপর ২৫ শতাংশ কর আরোপ করা হবে। আসলে, Apple-কে দেশীয় উৎপাদনে ফিরিয়ে আনতে এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে এই আমেরিকা-চিন বাণিজ্য বিরোধে ভারত (India) ও ভিয়েতনামের ভূমিকাও বেড়েছে। তবে, শুল্কের হুমকি
Apple-এর ওপর কী প্রভাব ফেলবে তা কেবল সময়ই বলবে। যদিও, এই মুহূর্তে ভারতে এই কোম্পানির গতি কমছে বলে মনে হচ্ছে না। ১০ বছরের লিজ নিয়ে নতুন স্টোরের পরিকল্পনা এবং “মেড ইন ইন্ডিয়া” iPhone-ই এটি প্রমাণ করে দিচ্ছে।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:





Made in India