বাংলাহান্ট ডেস্ক : ‘খেলনাবাড়ি’ আর ‘মিঠিঝোরা’ দুটি সিরিয়ালে অভিনয় করেই টেলিভিশনে নিজের জায়গা পাকা করে ফেলেছেন আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। তার আগেও কয়েকটি ধারাবাহিকে কাজ করেছিলেন বটে, তবে আরাত্রিকার জনপ্রিয়তার সফর শুরু খেলনাবাড়ির হাত ধরে। এই সিরিয়ালের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ২০-র গণ্ডি পেরোনোর আগেই বাস্তব জীবনে সফল আরাত্রিকা (Aratrika Maity)। আর এবার নিজের মনের মানুষকেও পেয়ে গেলেন তিনি।
কার সঙ্গে প্রেম করছেন আরাত্রিকা (Aratrika Maity)
প্রেম করছেন পর্দার ‘রাইপূর্ণা’। নেটপাড়ায় কান পাতলেই এখন শোনা যাচ্ছে এমন গুঞ্জন। তাঁর মনের মানুষটি অভিনয় জগতেরই। তিনি আর্য দাশগুপ্ত (Arya Dasgupta)। শিশুশিল্পী হিসেবে ইতিমধ্যেই বেশ পরিচিতি পেয়েছেন তিনি। পাশাপাশি তাঁর নাচও বেশ চর্চিত টেলিপাড়ায়। ইদানিং আর্যর সঙ্গে নাচের ভিডিও গুলিতে দেখা মিলছে আরাত্রিকারও (Aratrika Maity)। বলিউড থেকে দক্ষিণী ছবির ট্রেন্ডিং গানগুলিতে নেচে ভিডিও বানাচ্ছেন দুজনে। আর এই ভিডিওগুলিই উসকে দিচ্ছে দুজনের প্রেমের জল্পনা।
চুটিয়ে রিল ভিডিও বানাচ্ছেন দুজনে
আপাতত পরস্পরকে ‘ডান্স পার্টনার’ এর তকমা দিয়েছেন আরাত্রিকা (Aratrika Maity) আর্য। একটি ভিডিওর ক্যাপশনে সরাসরিই অভিনেতাকে ডান্স পার্টনার হওয়ার প্রস্তাব দেন আরাত্রিকা। আর্যর উত্তর ছিল, ‘চিরকালের জন্য’। নেটিজেনরাও বেশ পছন্দ করছেন এই জুটিকে। একজন লিখেছেন, ‘কারোর যেন নজর না লাগে’। তবে সত্যিই কি প্রেম করছেন আর্য আরাত্রিকা (Aratrika Maity)? এখনো পর্যন্ত এই প্রশ্নের জবাব দেননি অভিনেত্রী।
আরো পড়ুন : এক হাতে তালি বাজে না, ‘কাজ পেতে অনেক অভিনেত্রীও সুযোগ নিয়েছেন’, অরিন্দম শীল প্রসঙ্গে বিষ্ফোরক শ্রীলেখা
মিঠিঝোরায় দুর্দান্ত অভিনয়
আপাতত মিঠিঝোরা সিরিয়ালে রাইপূর্ণার চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা। নিজের থেকে অনেক বেশি বয়সের দায়িত্বশীল চরিত্র রাইকে বেশ দক্ষতার সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলছেন তিনি। সদ্য ধারাবাহিকে দেখা গিয়েছে, জটিল অস্ত্রোপচারের পর হুইল চেয়ারে করে নিজের বাড়িতে ফিরবে রাই। অন্যদিকে তাঁর সঙ্গে চরম দুর্ব্যবহার, সন্দেহ করার পর নিজের ভুল বুঝতে পারে অনির্বাণ। তাকে ফিরিয়ে নিয়ে যেতে চায় সে। কিন্তু রাই স্পষ্টই জানিয়ে দেয়, এবার থেকে নিজের জীবনের সিদ্ধান্ত সে নিজেই নেবে।

সিরিয়ালে ভরসার মানুষ খুঁজতে গিয়ে বারবার হোঁচট খেয়েছে রাই। শৌর্যের সঙ্গে বাধ্য হয়েই বিয়ে ভাঙতে হয়েছে তাকে। নিজের প্রিয় মানুষকে তুলে দিয়েছে নিজের বোনের হাতে। অনির্বাণকে ভরসা করেও মাশুল গুনতে হচ্ছে রাইকে। তবে বাস্তব জীবনে নিজের প্রিয় মানুষের সঙ্গে ভালো থাকুক আরাত্রিকা, এটাই চান তাঁর ভক্তরা।





Made in India