বাংলাহান্ট ডেস্ক: প্রতিদিন যেন নতুন করে প্রেমে পড়তে বাধ্য করছেন অরিজিৎ সিং (Arijit Singh)। তাঁর সুরেলা কণ্ঠের প্রেমে অনেক দিন আগেই পড়ে গিয়েছেন শ্রোতারা। কিন্তু তাঁর মনটাও যে সোনা দিয়ে বাঁধানো তাতে কোনো সন্দেহ নেই। গায়ক হিসেবে অরিজিৎ তুলনাহীন। কিন্তু মানুষ হিসেবে তিনি কতটা নম্র, কতটা মাটির কাছাকাছি থাকেন সেটা একটু একটু করে যত প্রকাশ্যে আসছে, ততই মানুষটাকে ভালবেসে ফেলছেন সকলে।
বর্তমানে ভারতীয় সঙ্গীত জগতের শীর্ষ বসে রয়েছেন অরিজিৎ। বলিউড থেকে টলিউড সর্বত্র অবাধ বিচরণ তাঁর। কিন্তু তাঁর জীবনযাত্রা দেখলে সেটা মনেই হয় না। কখনো জিয়াগঞ্জের রাস্তায় স্কুটারে চেপে ঘুরতে দেখা যায় তাঁকে, কখনো আবার ছোটবেলার স্কুলে গিয়ে ফিরে যান নিজের ছাত্রজীবনে। এমনকি জনপ্রিয়তা এক লহমায় ভুলে গিয়ে আর পাঁচজন সাধারণ মানুষের মতোই উঠে পড়েন ট্রেনে। প্রতিবারই তাঁর কোনো না কোনো কাণ্ডে অবাক হয়ে যান মানুষ।

সম্প্রতি অরিজিতের একটি আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। লন্ডনে এক সাংবাদিক বৈঠকে কথা বলতে দেখা যাচ্ছে তাঁকে। দ্বিতীয় বার লন্ডনে কনসার্ট করতে এসে নিজের উৎসাহের কথা জানাচ্ছিলেন গায়ক। ইংরেজিতে কথা বলতে বলতেই হঠাৎ বাংলা শোনা যায় অরিজিতের মুখে।
সামনের সারিতে বসা এক চেনা মহিলাকে দেখে তিনি পরিস্কার বাংলায় বলে ওঠেন, ‘কেমন আছো জেঠিমা?’ জানা যায়, পাঁচ বছর আগে ২০০৯ সালে একটি কোর্স করতে লন্ডনে গিয়েছিলেন অরিজিৎ। তখনই এক প্রবাসী বাঙালি পরিবারের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। ২০১৪ সালে ফের ওই পরিবারের সঙ্গে দেখা হওয়ায় আপ্লুত হয়েছিলেন গায়ক। তিনি আরো জানিয়েছিলেন, লন্ডনে তিনি অনেককেই চেনেন। কোর্সটা তখন তিনি শেষ করতে পারেননি। ফিরে এসে কিছু করার কথাও বলেছিলেন অরিজিৎ।
বিদেশে অরিজিতের খ্যাতি দেখার মতো। প্রায়ই নানান দেশ ঘুরে গানের অনুষ্ঠান করতে দেখা যায় তাঁকে। এই মুহূর্তেও অস্ট্রেলিয়া সফরে রয়েছেন গায়ক। পার্থ শহরে পারফর্ম করেছেন তিনি। পাশাপাশি বলিউডি ছবিতেও একের পর এক সুপারহিট গান গাইতে দেখা যাচ্ছে অরিজিৎকে।





Made in India