বাংলাহান্ট ডেস্ক: ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে অর্জুন চক্রবর্তী ও মধুমিতা সরকার অভিনীত ‘লভ আজ কাল পরশু’। বড়পর্দায় অভিনেত্রী হিসাবে এটাই প্রথম ছবি মধুমিতার। অপরদিকে কমার্শিয়াল হিরো হিসাবে অর্জুনেরও এটাই প্রছম ছবি। তাই ছবির প্রচার হয়েছিল বেশ তোড়জোড় করেই। নিজের নিজের সোশ্যাল মিডিয়া সাইটেও ভাল মতোই ছবির প্রচার করেছিলেন অর্জুন ও মধুমিতা।
ছবি মুক্তি পাওয়ার পর থেকে ভালই প্রতিক্রিয়া পেয়েছে সিনেপ্রেমীদের কাছ থেকে। আর হবে নাই বা কেন? ছোটপর্দায় বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা। ধারাবাহিকে তাঁর অভিনীত পাখি ও ইমন চরিত্র দুটোই বেশ পরিচিতি পেয়েছিল দর্শমহলে। অপরদিকে অর্জুনের অভিনয় দক্ষতা নিয়ে তো নতুন করে কিছুই বলার নেই। উপরি আকর্ষন ছবির ঘনিষ্ঠ দৃশ্য। সেখানেই প্রচুর দর্শকের মনোযোগ আকর্ষন করতে সক্ষম হয়েছিল ছবির ট্রেলার। তবে রহস্যের মোড়কে ছবির গল্পটা যে কী সেটা তো প্রেক্ষাগৃহে গিয়েই দেখতে হবে।

প্রসঙ্গত, সম্প্রতি আরও একটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে এসেছে অর্জুন ও মধুমিতার। এই ছবিটি অবশ্য ফটোশুটের জন্যই তোলা। ছবিতে দেখা যাচ্ছে, মধুমিতার কোমরে হাত দিয়ে পেছন থেকে আলিঙ্গন করে রয়েছেন অর্জুন। লাল পোশাকে অসাধারন দেখাচ্ছে অভিনেত্রীকে। দুজনের সাবলীল হাসি মুখ দেখে স্পষ্ট যে একে অপরের সঙ্গে বেশ সচ্ছন্দ হয়ে গিয়েছেন দুজনেই। ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার বিষয়ে অর্জুন জানান, ঘনিষ্ঠ দৃশ্যগুলি তাঁরা আগেই শুট করে নিয়েছিলেন। তাই পরের দিকে তাঁদের মধ্যে বন্ধুত্ব আরও গাঢ় হয়।
https://www.instagram.com/p/B8TmGAfJpil/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/B8YzfmxpB1d/?utm_source=ig_web_copy_link
গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে পরিচালক প্রতীম দাশগুপ্তর ‘লভ আজ কাল পরশু’। ইতিমধ্যেই ভাল সাড়া পেয়েছে এই ছবি। তবে সেই সাফল্য আগামী সপ্তাহেও বজায় রাখতে পারে কিনা সেটা সময়ই বলবে।





Made in India