রাতে কালো চশমা পরে ক্যাটরিনা কাইফের ছবি নিয়ে ট্রোল করলো অর্জুন কাপুর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বলিউডের শিলা বরাবরই ফ্যাশন সচেতন নায়িকা।কিন্তু এবার তিনি ট্রোলের শিকার হলেন ফ্যাশনের কারণেই।কিন্তু অর্জুন কাপুর ক্যাটরিনা কাইফকে ট্রল বা ছিনিয়ে নেওয়ার কোনও সুযোগ ছাড়তে চান না।কিছুদিন আগে ক্যাটরিনাকে তার অনেকগুলি ছবি এবং পোজ দিয়ে ট্রোল করেছেন, এখন আবার এটি করেছেন।

আসলে ক্যাটরিনা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি IIFA অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সময় কালো চশমাতে পারফর্ম করতে দেখা গেছে।  এই ছবিটির সাথে ক্যাটরিনা লিখেছেন,”আইফা মুম্বাইয়ে তার 20 বছর উদযাপন করতে দেশে ফিরে আসছেন। IIFA এর মঞ্চে অভিনয় করতে এটি একটি আশ্চর্যজনক শক্তি নেয়”।

এই ফটোতে ক্যাটরিনাকে কালো চশমা পরা অর্জুন দেখতে পেয়ে তাঁকে ট্রোল করতে শুরু করেছিলেন।  ক্যাটরিনার এই ছবিতে তিনি লিখেছেন,”রাতে নয় বরং দিনের বেলা কালো চশমা পরুন।  আমি চাই না তুমি পড়ে যাও”।

যাইহোক,কেবল অর্জুন ক্যাটরিনাকেই ট্রোল করেননি তাঁর প্রেমিকা মালাইকা অরোরাও ট্রোল করেছেন। তবে মালাইকা তাদের জবাব ভালোবাসার সাথে দিয়েছেন। অর্জুন এবং ক্যাটরিনার আসন্ন চলচ্চিত্র নিয়ে কথা বলুন, শিগগিরই ‘পানিপত’ ছবিতে দেখা যাবে অর্জুনকে, আর ক্যাটরিনাকে দেখা যাবে অক্ষয় কুমারের বিপরীতে রোহিত শেঠির ছবি সূর্যবংশীর বিপরীতে।