বাংলাহান্ট ডেস্ক: ঢাকঢাক গুরগুর পর্ব শেষ। সলমন খানের (Salman Khan) বোন অর্পিতা খানের (Arpita Khan) দৌলতেই ফাঁস হয়ে গেল বলিউডের গোপন সিক্রেট। গোপন কথাটা অবশ্য ফাঁস করার পরিকল্পনা ছিল না অর্পিতার। মুখ ফসকেই সেটা বলে বসেন তিনি। কে হতে চলেছে তাঁর হবু ‘বৌদি’? বলিউড অভিনেত্রীর নামটা শেষমেষ ফাঁসই করে দিলেন তিনি।
সেই অভিনেত্রী হলেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। না, খান পরিবারের বধূ হয়ে আসছেন না তিনি। তবে তাঁর হবু স্বামীর সঙ্গে সলমনের পরিবারের খুবই ভাল সম্পর্ক। হ্যাঁ কথা হচ্ছে অভিনেতা জাহির ইকবালকে নিয়ে। খোদ সলমন সাহায্য করছেন এই তরুণ অভিনেতাকে বলিউডে নিজের জায়গা বানানোর জন্য। জাহিরের বাবার সঙ্গেও ভাল সম্পর্ক রয়েছে ভাইজানের।

ইন্ডাস্ট্রিতে এখনো নাম করতে না পারলেও সলমনের সঙ্গে ঘনিষ্ঠতার দৌলতে প্রায়ই ভিআইপি পার্টিতে দেখা যায় জাহিরকে। গত বছর থেকে তাঁর সঙ্গে নাম জড়িয়েছে সোনাক্ষীর। দুজনের বিয়ের প্রস্তুতি নিয়েও গুঞ্জন তুঙ্গে। জাহির যদিও দাবি করেছেন তিনি সোনাক্ষীর শুধুই ভাল বন্ধু। কিন্তু এবার অর্পিতাই দিলেন হাটে হাঁড়ি ভেঙে।
সম্প্রতি এক পার্টিতে একত্রিত হয়েছিলেন সোনাক্ষী, জাহির এবং অর্পিতা ও তাঁর স্বামী আয়ুষ শর্মা। সেই ছবি শেয়ার করে ভুলবশত সোনাক্ষীকে ‘ভাবি’ বলে সম্বোধন করে বসেন সলমনের বোন। পরক্ষণেই অবশ্য ভুল বুঝতে পেরে তড়িঘড়ি মুছে দেন সেই পোস্ট। কিন্তু ততক্ষণে স্ক্রিনশট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, পার্টির একাধিক ছবিতে সোনাক্ষীর সঙ্গে জাহিরের ঘনিষ্ঠতাও নজর এড়ায়নি কারোর। তাই যুগলের কেউ এখনো পর্যন্ত সম্পর্কে শিলমোহর না দিলেও দুয়ে দুয়ে চার করেই ফেলেছেন নেট নাগরিকরা।
প্রসঙ্গত, সলমনের পরিবারের সঙ্গে শুধু জাহিরেরই নয়, সোনাক্ষীরও খুব ভাল সম্পর্ক। শত্রুঘ্ন সিনহার মেয়ে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন কস্টিউম ডিজাইনার হিসেবে। সলমনই নাকি তাঁকে প্রথম বলেন অভিনয় করার কথা। তাঁর কথা মতোই ওজন ঝরিয়ে সলমনের বিপরীতেই ডেবিউ করেন ‘দাবাং গার্ল’। তবে এখন সিনেমার প্রস্তাব কমে যাওয়ায় আগের থেকে জনপ্রিয়তাও কমেছে সোনাক্ষীর।





Made in India