বাংলাহান্ট ডেস্ক: মসজিদ চত্বরে নাচগান এবং অশ্লীল ভিডিও শুট করার অভিযোগে ফাঁসলেন প্রয়াত অভিনেতা ইরফান খানের (irrfan khan) এক সময়কার সহ অভিনেত্রী সাবা কামার (saba qamar)। পাকিস্তানে অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ও দেশেরই এক স্থানীয় আদালত। সাবার বিরুদ্ধে ধর্মীয় স্থানে ‘অশোভন’ আচরণ করার কথা উল্লেখ রয়েছে।
পাকিস্তানের লাহোরে ঐতিহাসিক ওয়াজির খানের মসজিদে নাচগানের ভিডিও শুটের অভিযোগ উঠেছে সাবা কামার ও তাঁর সঙ্গী গায়ক বিলাল সইদের বিরুদ্ধে। গত বছর দুজনের বিরুদ্ধে পাক অপরাধ আইনে ২৯৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়। কিন্তু গত এক বছর ধরে নানান অজুহাতে মামলার শুনানি এড়িয়ে চলেছেন সাবা ও বিলাল। এরপরেই লাহোর ম্যাজেস্টেরিয়াল কোর্টের তরফে জামিন যোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় অভিনেত্রীর বিরুদ্ধে।

খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়েন।সাবা কামার ও বিলাল সইদ। সমালোচনা, কটাক্ষ থেকে শুরু করে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয় তাঁদের। তারপরেই নেটমাধ্যমে ক্ষমা প্রার্থনা করেন সাবা।ও বিলাল। তবে মসজিদে নাচগানের ভিডিও শুটের অভিযোগ অস্বীকার করেছেন সাবা। অভিনেত্রীর কথায়, “একটি মিউজিক ভিডিওতে নিকাহ এর দৃশ্য শুট করছিলাম আমরা। কোনো লকম প্লেব্যাক মিউজিকের সঙ্গে শুট করা হয়নি দৃশ্যটি। এমনকি পরেও কোনো গান এডিট করে বসানো হয়নি।”
চলতি বছরেই সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন পাক অভিনেত্রী সাবা কামার। আজিম খানের সঙ্গে বাগদান হয়ে যাওয়ার পরেও বিয়ে ভেঙে দেন তিনি। পেশায় আজিম একজন পাক-অস্ট্রেলিয়ান ভ্লগার এবং ব্যবসায়ী। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ভাঙার খবর জানিয়ে সাবা লেখেন, কোনোদিনই আজিমের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়নি এবং ব্যক্তিগত কারণের জন্য এই বিয়ে ভাঙছেন তিনি। উল্লেখ্য, বলিউডে ‘ইংলিশ মিডিয়াম’ ছবিতে ইরফান খানের সঙ্গে অভিনয় করেছিলেন সাবা।





Made in India