বাংলাহান্ট ডেস্কঃ সকাল ৮ টা থেকে নির্বাচনের ফলাফল গণনা শুরু হয়েছিল। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে মুড়ে ফেলা হয়েছিল গণনা কেন্দ্রগুলোকে। সকাল থেকেই টানটান উত্তেজনার মধ্যে দিয়ে চলছিল গণনার কাজ। কখনও এগিয়ে বিজেপি আবার কখনও এগিয়ে তৃণমূল। এইভাবে চলতে চলতে এখনও অবধি পাওয়া খবরে ২০৭ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। অন্যদিকে বিজেপি ৮২ আসনে এগিয়ে।
তৃতীয় রাউন্ডের শেষে শিলিগুড়িতে ১১ হাজার ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। কোচবিহারে এগিয়ে বিজেপি প্রার্থী মিহির গোস্বামী এবং পিছিয়ে তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। অগ্নিমিত্রা পাল এগিয়ে রয়েছেন আসানসোল দক্ষিণে। ১২ হাজার ৫০০ ভোটে এগিয়ে অরূপ বিশ্বাস। পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।
চন্ডিতলাতে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তথা অভিনেতা যশ দাশগুপ্ত। অন্যদিকে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।





Made in India