বাংলা হান্ট ডেস্ক : এবারে ঠান্ডার দাপট ব্যাপক। ভারতের উত্তরভারতের সমস্ত রাজ্যগুলিই ঠান্ডাতে কম্পমান। একেবারে জড়োসড়ো হয়ে ওঠার জোগার। এমনিতেই বৃহস্পতিবার হরিয়ানা প্রশাসনের তরফে রাজ্যের সমস্ত স্কুলগুলিতে প্রচন্ড শৈত্যপ্রবাহের জন্য ছুটি ঘোষনা করা হয়েছে। দিল্লী, পাঞ্জাব থেকে শুরু করে হরিয়ানা সব জায়গাতেই হাড়কাঁপুনি ঠান্ডা পড়েছে। আর তাতে তো জেরবার রাজ্যবাসী।
জানা গিয়েছে গত ২২ বছরে নাকি এরকম ঠান্ডা দিল্লী সহ অন্যান্য রাজ্যগুলিতে পড়েনি। তবে এই ঠান্ডাতেও নেটিজনেদের মাফলারম্যান অর্থাত্ দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে মাফলার পড়া নিয়ে প্রশ্ন তোলেন এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি কেজরিওয়ালকে মাফলার নিয়ে প্রশ্ন তুলে দারুন জবাব পেয়েছেন কেজরিওয়ালের থেকে।
আসলে শীতের মরশুমে সর্বদাই মাফলার জড়িয়ে থাকতে দেখা যায় অরবিন্দ কেরজিরওয়ালকে। কখনই মাফলার ছাড়া তাঁকে দেখা যায়নি। তবে এত ঠান্ডা পড়েছে কিন্তু তা সত্ত্বেও এবছরে তাঁর মাফলার না দেখতে পাওয়ায় এক ব্যক্তি ট্যুইটারে লিখেছেন, ‘ইস বার মাফলার নেহি আয়া বাহার অভি তক? ঠাণ্ডা ভি বহুত হ্যায়…জনতা পুছ রাহি হ্যায় স্যর’।
https://twitter.com/Arun2981/status/1209767872005689344
অর্থাৎ ভালই ঠাণ্ডা পড়েছে, কিন্তু এখনও আপনার মাফলার বেরলো না? জনগণ জানতে চাইছে।যদিও হাস্যকর জবাব দিয়েছেন কেজরিওয়াল। তিনি লিখেছেন, ‘‘অনেক আগেই মাফলার বেরিয়েছে। লোকজন হয়ত খেয়াল করেননি।’’ পাশপাশি এই ঠান্ডায় সকলকে সাবধান থাকার পরামর্শও দিয়েছেন তিনি।





Made in India