বাংলাহান্ট ডেস্ক: বাবা বলিউডের বাদশা। গোটা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে তাঁর ভক্তরা। আর ছেলে কিনা নামছেন মদের ব্যবসায়! কথা হচ্ছে শাহরুখ খান (Shahrukh Khan) পুত্র আরিয়ান খানকে (Aryan Khan) নিয়ে। কিছুদিন আগেই পরিচালনায় নামার কথা ঘোষনা করেছিলেন তিনি। আর এবার মদের ব্যবসা শুরু করতে চলেছেন আরিয়ান।
সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নতুন ব্যবসা শুরুর কথা ঘোষনা করলেন আরিয়ান। একটি লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড লঞ্চ করেছেন তিনি। নাম D’YAVOL। জানা যাচ্ছে, দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে যুক্ত বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাবে তাঁর এই ব্র্যান্ডে। তবে সবটাই লাক্সারি। এখানে যেমন টিশার্ট, হুডি, জ্যাকেট পাওয়া যাবে তেমন সুরা পানের সঙ্গে যুক্ত বিভিন্ন সরঞ্জামও মিলবে।

তবে আপাতত ভদকা বিক্রি দিয়েই ব্র্যান্ডের সূত্রপাত করছেন আরিয়ান। ধীরে ধীরে নিজের ব্যবসা বাড়াবেন তিনি। এই ব্যবসায় অপর দুই অংশীদারের সঙ্গেও লেন্সবন্দি ছবি শেয়ার করেছেন আরিয়ান। এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান, পাঁচ বছর আগে তিনি যখন ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা করছেন, তখনি তাঁর মাথায় এই ব্যবসার পরিকল্পনাটা এসেছিলেন।
মাত্র ২৫ বছর বয়সে মদের ব্যবসায় নামছে ছেলে। বাবা মায়ের প্রতিক্রিয়া কী? আরিয়ান জানান, শাহরুখ এবং গৌরি দুজনেই খুব উৎসাহ দিয়েছেন তাঁকে। তিনি বলেন, তাঁর পরিবারের সব সদস্যরা একটাই কথা বিশ্বাস করেন যে যার যেটা প্যাশন সেটাই ফলো করা উচিত। আর তিনি এগুলো নিয়েই চর্চায় থাকেন।
কিছুদিন আগেই জানা গিয়েছিল, শাহরুখেরই প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্টের হয়ে বলিউডে প্রথম পদক্ষেপ করতে চলেছেন আরিয়ান। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছিলেন শাহরুখ পুত্র। খাতা কলমের পাশে রেড চিলিজ এন্টারটেনমেন্টের একটি ক্ল্যাপস্টিক রাখা। ক্যাপশনে আরিয়ান লিখেছিলেন, ‘লেখা শেষ। অ্যাকশন বলার জন্য আর অপেক্ষা করতে পারছি না‘।
https://www.instagram.com/p/CmGW8phrZ0y/?igshid=YmMyMTA2M2Y=
ছেলের পোস্টে কমেন্ট করেছিলেন বাবা শাহরুখ। লিখেছিলেন, ‘প্রথমটার জন্য অনেক শুভেচ্ছা। প্রথমটা সবসময় স্পেশ্যাল হয়।’ সঙ্গে তিনি আরো লিখেছিলেন, খুব ভোরে যেন শুট না ফেলেন আরিয়ান। বরং বিকেলের দিকে শুট টাইম রাখলে ভাল হয়। উত্তরে আরিয়ান লিখেছিলেন, অবশ্যই, রাতেই শুট রাখা হবে। ছেলের গর্বে গর্বিত মা গৌরি খানও। তবে আরিয়ানের পরিচালনায় শাহরুখ অভিনয় করবেন কিনা তা স্পষ্ট নয়।





Made in India