বাংলাহান্ট ডেস্ক: হাঁফ ছেড়ে বেঁচেছেন শাহরুখ খান (Shahrukh Khan) ও আরিয়ান খান (Aryan Khan)। মাদক মামলার অস্বস্তিটা এতদিন যেন কাঁটার মতো বিঁধছিল খান পরিবারে। অবশেষে কিং খান পুত্রকে ক্লিন চিট দিয়েছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (NCB)। চার্জশিটে নাম নেই তাঁর। কোনো মাদক পাওয়া যায়নি বলেই আরিয়ানকে বেকসুর খালাস দিয়েছে NCB।
এবার শোনা যাচ্ছে, ক্লিন চিট পেতেই ভারত ছাড়ার তোড়জোড় শুরু করে দিয়েছেন আরিয়ান। এতদিন মাদক মামলা চলার জন্য বিদেশে যাওয়ার অনুমতি ছিল না তাঁর। অবশেষে নির্দোষ প্রমাণিত হতেই দেশ।ছেড়ে যাওয়ার জন্য নাকি আঁকুপাকু করছেন আরিয়ান।

সূত্রের খবর, নিজের আসন্ন প্রজেক্টের উপরে কাজ এগোনোর জন্য আমেরিকায় যেতে চান আরিয়ান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছ থেকে পাসপোর্ট ফেরত পেয়ে গেলেই যেখানে খুশি যেতে পারবেন তিনি। আর কোনো বাধা থাকবে না।
এর আগে শোনা গিয়েছিল, একটি ওয়েব সিরিজের উপরে কাজ করছেন আরিয়ান। ক্যামেরার সামনে অভিনয় করার চাইতে ক্যামেরার পেছনের কাজেই তাঁর আগ্রহ বেশি। একটি OTT প্ল্যাটফর্ম নাকি ওয়েব সিরিজের স্বত্ব কেনার জন্য আগ্রহও দেখিয়েছে। সেই সিরিজের উপরে কাজ এগোনোর জন্যই মার্কিন মুলুকে যাওয়া জরুরি আরিয়ানের।
যদিও সে খবর মাঝে বানচাল করে দিয়েছিল আরিয়ানের এক ঘনিষ্ঠ সূত্র। আরিয়ান নাকি কোনো ছবিই পরিচালনা করছেন না। পরীক্ষা মূলক শুটিং করার কথাও নাকি গুজব ছাড়া আর কিছুই নয়। সবটাই কি ভুয়ো খবর? আরিয়ান কি বলিউডের কথা চিন্তাই করছেন না?
না, তেমনটাও নয়। সূত্রের খবর বলছে, OTT প্ল্যাটফর্মের কাছে একটি ছবির পরিকল্পনা নাকি শুনিয়েছিলেন শাহরুখ তনয়। ছবিটি পরিচালনার ইচ্ছাও ছিল তাঁর। কিন্তু না করে দেয় OTT প্ল্যাটফর্ম। প্রত্যাখ্যানের কারণ হিসাবে জানানো হয়েছে, আরিয়ান এখন অনেকটাই ছোট এবং অনভিজ্ঞ। অ্যামাজন প্রাইমের মতো প্ল্যাটফর্মের জন্য আস্ত একটি ছবির পরিচালনার দায়িত্ব তিনি নিতে পারবেন না।





Made in India