এই মুহূর্তে টেষ্ট ক্রিকেটে ভারতের এক নাম্বার স্পিনার হলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু নাম্বার ওয়ান স্পিনার হওয়ার সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে টেষ্টে বিরাটের দলে সুযোগ হয় নি তার। তবে প্রথম টেষ্টে সুযোগ না পেলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যদি দ্বিতীয় টেষ্টে অশ্বিন সুযোগ পায় তবে তার সামনে হাতছানি রয়েছে এক বিশাল মাইলস্টোন গড়ার।
শেষ বার ভারত যখন ক্যারিবিয়ান সফরে গিয়েছিল সেই সময় অশ্বিন একাই নিয়েছিলেন ১৭ টি উইকেট এবং সেই সাথে সিরিজ সেরা হয়েছিলেন তিনি। সেই অশ্বিনই সুযোগ পান নি চলতি টেষ্ট সিরিজের প্রথম ম্যাচে তাই স্বাভাবিক ভাবেই সকলের মনের ভিতর একটা প্রশ্ন থেকে যাচ্ছে টিম নির্বাচন নিয়ে। তবে দ্বিতীয় টেষ্টে সুযোগ পেয়েই যদি অশ্বিন ৮ টি উইকেট তুলে নিতে পারেন তবে শ্রীলঙ্কার স্পিনার মুরলিধরনের সাথে যুগ্মভাবে উনি হবেন টেষ্টে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক। বিখ্যাত স্পিনার মুরলিধরন মাত্র ৬৬ টি টেষ্ট খেলেই নিয়ে নিয়েছিলেন ৩৫০ টি উইকেট এক্ষেত্রে অশ্বিনের কাছেও রয়েছে সেই সুযোগ।

প্রথম টেষ্ট ম্যাচে অসাধারণ বোলিং করেছে ভারতের পেশ লাইন আপ, অপরদিকে রবীন্দ্র জাদেজা বল করার পাশাপাশি ব্যাট হাতে দারুন পারফরম্যান্স করেছেন। তাই বিশেজ্ঞদের একাংশ মনে করছেন দ্বিতীয় টেষ্টেও আশ্বিনের প্রথম একাদশে সুযোগ পাওয়া বেশ মুসকিল।





Made in India