বাংলাহান্ট ডেস্ক : এশিয়ার শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলির (University) তালিকা দেখে চোখ কপালে উঠেছে অনেকের। দীর্ঘ প্রতীক্ষিত QS Asia Rankings 2025-এর দিকে তাকিয়ে বসেছিলেন অনেকেই। বাংলা থেকে খড়গপুর আইআইটি, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলি ফের একবার জায়গা করে নিয়েছে এই তালিকায়।
বিশ্ববিদ্যালয়গুলোর (University) অবস্থান
তালিকায় কত নম্বরে কোন প্রতিষ্ঠান (University) অবস্থান করছে সেই বিষয়ে জেনে নিন আজকের প্রতিবেদনে। এশিয়া মহাদেশের সেরা ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের (University) মধ্যে জায়গা করে নিয়েছে ভারতের ৬টি প্রতিষ্ঠান। দক্ষিণ এশিয়ার মধ্যে আইআইটি দিল্লি জায়গা করে নিয়েছে শীর্ষস্থানে।

এই তালিকায় এশিয়া মহাদেশের মধ্যে ৪৪ তম স্থান অধিকার করেছে ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, দিল্লি (আইআইটিডি)। তালিকায় ৪৮ তম স্থানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বে (আইআইটিবি) এবং ৫৬ তম স্থানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ (আইআইটিএম) জায়গা করে নিয়েছে।
আরোও পড়ুন : “আমি তো ভুল করিনি…” বিয়ের মাস ঘুরতেই মা হচ্ছেন অভিনেত্রী, ট্রোলারদের পাল্টা জবাব রূপসার!
এশিয়ার সেরা শিক্ষা প্রতিষ্ঠান তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে রয়েছে ১৮৭ তম স্থানে। যাদবপুর বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে ২২৮ তম স্থানে। অন্যদিকে, দক্ষিণ এশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় ৩১ তম ও যাদবপুর বিশ্ববিদ্যালয় ৪১ তম স্থানে জায়গা করেছে।

অন্যদিকে, ৫৯ তম স্থান দখল করে নিয়েছে আইআইটি-খড়গপুর। সামগ্রিক ৬৮. ৮ স্কোর করে আইআইটি-খড়গপুর জায়গা করেছে বিশ্বের শীর্ষ ১০০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে। আই আই টি খড়্গপুরের এক আধিকারিকের কথায়, “আইআইটি খড়গপুর ভারতে শিক্ষার উৎকর্ষের আন্তর্জাতিক মান দেওয়ার সংকল্পকে সমর্থন করেছে।”





Made in India