বাংলা হান্ট ডেস্ক : লিটার প্রতি ২০০০টাকা দেওয়ার মতো বাজার তৈরি হয়েছে গাধার দুধের!গবেষণায় জানা গিয়েছে, গাধার দুধে ফ্যাট কম, রয়েছে ভিটামিন, খনিজ। মানুষের দুধের সঙ্গে রয়েছে এর অনেক মিল। যে কারণে
আমেরিকা, ইউরোপ, মধ্য ও পূর্ব এশিয়ার দেশগুলিতে এই দুধ কিনতে হুড়োহুড়ি পড়ে।সেই ঝোঁক বাড়ছে ভারতেও। একাধিক সংস্থা গাধার দুধের প্রসাধনী তৈরি করছে।এমনকি ওষুধ শিল্পেও উন্নতি করছে।
প্রসঙ্গত ২০১৭-তে শুরু ব্যবসা। গাধার দুধ থেকে তৈরি ক্রিম ও শ্যাম্পু দিয়ে। আর্থারাইটিসের ক্রিমের দাম ৪,৮৪০ টাকা, এগজিমার ক্রিম ৬,১৩৬। ২০০ মিলিলিটারের মেডিকেটেড শ্যাম্পুও ২,৪০০ টাকার। তাঁর দাবি, গত অর্থবর্ষে সেই ব্যবসার অঙ্ক ছুঁয়েছে প্রায় ১.১৫ কোটি টাকা।





Made in India