বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওডিআই বিশ্বকাপ (2023 ODI World Cup) আয়োজিত হবে আগামী অক্টোবর মাসে। ভারতের মাটিতে আয়োজিত হতে চলা এই হাইভোল্টেজ টুর্নামেন্টের জন্য উত্তেজনার পারদ এখন থেকেই চড়তে শুরু করে দিয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ যে ম্যাচকে কেন্দ্র করে সেই ম্যাচটি হল ১৫ ই অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হতে চলা ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচটি।
এই ম্যাচটি কেন্দ্র করে এতটাই আকর্ষণ বাড়ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শাহবাজ শরীফের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আতা তারের পর্যন্ত এই নিয়ে এবার একটি মন্তব্য করেছিল নামে উঠে এসেছেন। ভারত ও পাকিস্তান যখন একে অপরের মুখোমুখি হয় তখন দুই দেশের প্রত্যেক ক্ষেত্রের বিশেষ ব্যক্তিত্বরা এই প্রতিদ্বন্দ্বিতার দিকে নজর রাখেন।
তারের বলেছেন, “ভারতকে ভারতের মাটিতে হারানোর মজাই আলাদা। পাকিস্তান ভারতের চেয়ে অনেক শক্তিশালী টিম এবং বিশ্বকাপ জয়ের লক্ষ্যেই তারা ওই দেশের মাটিতে পা রাখবে। আমি চাই বাবর আজম, যিনি বিরাট কোহলির চেয়েও ভালো ক্রিকেটার তিনি শতরান করুক। আর শাহিন আফ্রিদি বিরাট কোহলিকে দ্রুত আউট করুক।” তার এই মন্তব্য শুনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

তবে একটা ব্যাপার চাইলেও কেউ অস্বীকার করতে পারবে না সেটা হলো যে এই নির্দিষ্ট ম্যাচের গুরুত্ব এবং চাপ বাকি ম্যাচগুলোর চেয়ে অনেক বেশি। ম্যাচকে কেন্দ্র করে একটি সমস্যা দেখা দিয়েছে। আহমেদাবাদে ওই বিশেষ দিন ও তার আগের দিনে হোটেল বুকিং করতে গিয়ে বিশাল সমস্যায় পড়ছেন ভক্তরা। খবর পাওয়া গিয়েছে বেশ কিছু হোটেল এক রাতের জন্য ৫০,০০০ টাকাও চাইছে ওই বিশেষ দিনকে কেন্দ্র করে। তাই তাদের মধ্যে অনেকেই ওই ম্যাচ দেখার জন্য আহমেদাবাদ শহরে থাকার একটি বিশেষ উপায় বার করেছেন। হোটেল রুমের বদলে তারা হাসপাতালের বেড ভাড়া করছেন ওই বিশেষ দিন বা তার আগের দিনের জন্য।
হোটেলের ৫০,০০০ টাকার বদলে হাসপাতালের বেড ৩০০০ থেকে ২৫,০০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে ওই শহরে। তার পাশাপাশি ওই টাকাতেই শরীরের মেডিকেল চেকআপ এবং খাওয়ারের বন্দোবস্তও হয়ে যাচ্ছে। কিছু ক্রিকেট ভক্তর মাথা থেকে বার হওয়া অভিনব এই উপায় স্পষ্ট করে বলে দেয় যে ভারতে ক্রিকেট খেলার তাই এত জনপ্রিয় কেন!





Made in India