BanglaHunt,পশ্চিম মেদিনীপুর :- গ্রাম লাগোয়া জঙ্গলের দিকে যাচ্ছিলেন প্রকৃতির ডাকে সাড়া দিতে। আর জঙ্গলে গিয়েই মুখোমুখি হাতির। সেখানেই হাতির আক্রমণে বেঘোরে প্রাণ হারালেন সত্তর বছর বয়সী কানাই ।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের উখলা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ৭০ বছর বয়সী কানাই মাহাত নামে এক বৃদ্ধ সোমবার ভোরে প্রাতক্রিয়া করতে যাওয়ার সময় হাতির মুখোমুখি হয় এবং হাতি শুঁড়ে করে আছাড় মারে।
ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপর স্থানীয়দের প্রচেষ্টায় খবর দেওয়া হয় বন দফতরকে , এরপর বন দপ্তরের আধিকারিকরা এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যালে পাঠানো পাঠায়।





Made in India