বাংলাহান্ট ডেস্ক : ভারতের অর্থনীতির চেহারা দ্রুত পাল্টাচ্ছে। বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। ভারতের ক্রমবর্ধমান অর্থনীতির সাথে সাথে দেখা গিয়েছে ব্যাংকিং সেক্টরের উন্নতি। সরকারি-বেসরকারি ব্যাংকগুলি ভারতের অর্থনৈতিক সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ভারতের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলিও যথেষ্ট ভাল কাজ করছে। তবে এবার এই ব্যাংক এমন একটি সিদ্ধান্ত জানাল যা অতীতে কোনও দিন হয়নি ভারতে। এই ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, তারা সপ্তাহের সাত দিন ২৪ ঘন্টা পরিষেবা দেবে গ্রাহকদের। এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক জানাচ্ছে তারা প্রতিটা ঘন্টায় গ্রাহকদের সেবার জন্য হাজির থাকবে।
ভিডিও ব্যাংকিং প্লাটফর্ম এর মাধ্যমে এইউ স্মল ফিনান্স (AU Small Finance Bank) ব্যাংক ২৪*৭ পরিষেবা দেবে গ্রাহকদের। গ্রাহকরা ভিডিও কলের মাধ্যমে যুক্ত হতে পারবেন ব্যাংকিং বিশেষজ্ঞদের সাথে। কর্তৃপক্ষের আশা তাদের এই উদ্যোগ গ্রাহকদের ব্যাংক পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে আরো সহায়ক হয়ে উঠবে।
সারাক্ষণই লাইভ ভিডিয়ো ব্যাঙ্কিং পরিষেবা এনেছে এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। এক্ষেত্রে তারাই ভারতের প্রথম ব্যাংক যারা সপ্তাহের সাত দিন ২৪ ঘন্টা গ্রাহকদের জন্য পরিষেবা দেবে। এই প্লাটফর্মের মাধ্যমে ব্যাংকের গ্রাহকরা ভিডিও কলিং এর মাধ্যমে কথা বলতে পারবেন ডেডিকেটেড ব্যাংকিং অফিসারদের সাথে।
ব্যাংক জানাচ্ছে যারা পেশাদার ও প্রবীণ নাগরিক তাদের জন্য এই পরিষেবাটি খুবই উপযুক্ত হবে। ঝঞ্ঝাটহীন ব্যাংকিং পরিষেবা দেবে এই নতুন প্ল্যাটফর্মটি। এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক জানাচ্ছে তাদের নতুন এই পরিষেবার ফলে ব্যাংকিং পরিষেবা গ্রামীণ স্তরে ছড়িয়ে দেওয়া আরো সহজ হবে।

শুধুমাত্র ইন্টারনেট পরিষেবা থাকলেই যে কোনও মুহূর্তে পাওয়া যাবে ব্যাংকিং পরিষেবা। দিনরাত ব্যাংকিং পরিষেবার মাধ্যমে গ্রাহকরা নিজেদের যাবতীয় ব্যাংকিং কাজ থেকে শুরু করে জটিল আর্থিক লেনদেনের সমাধান করতে পারবেন। ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং, ক্রেডিট কার্ড, ঋণের মতো একাধিক পরিষেবা এক্সেস করা যাবে এই প্লাটফর্মের মাধ্যমে।





Made in India