উত্তুরে হাওয়ার দাপটে কাঁপবে রাজ্য, ভরা মাঘে জাঁকিয়ে বসছে শীত : আবহাওয়ার খবর
বাংলাহান্ট ডেস্ক : যাওয়ার আগেই কাঁপিয়ে যাবে শীত। বঙ্গের শীতকাল প্রায় শেষের মুখে। ঘূর্ণাবর্তের জেরে দিন কয়েক আগে অবধিও ভরা মাঘে ছাতা-রেনকোট নিয়ে বেরোতে হয়েছে রাজ্যবাসীকে। তবে এবার শেষ বেলায় খেল দেখাচ্ছে শীত। প্রবল উত্তরে হাওয়ার প্রভাবে রাজ্যের তাপমাত্রা একধাক্কায় নেমেছে ৫°। এরকম আবহাওয়াই আপাতত আগামী কয়েকদিন চলবে বলেই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। … Read more