বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ! শিক্ষকবন্ধুদের উপর জলকামান দেগে পরিস্থিতি সামাল পুলিশের
বাংলা হান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গ শিক্ষাবন্ধু যৌথ মঞ্চ বেতন বৃদ্ধির দাবিতে পথে নামলো আজ, বিকাশ ভবন চলো কর্মসূচির ডাক দিয়ে, প্রতিবাদ জানালো তারা। শিক্ষকবন্ধুরা সেই উপলক্ষেই জমায়েত হতে শুরু করেসল্টলেকে করুণাময়ী বাসস্ট্যান্ডে। প্রতিবাদ কর্মসূচি থেকে পুলিস আটক করে ২০০ জনকে। পুলিস জানিয়েছে, বিক্ষোভকারীরা প্রয়োজনীয় কোনো অনুমতি ছাড়াই উল্টোডাঙা স্টেশনে জমায়েতের শুরু করে। এরপর তারা মিছিল করে … Read more