এনসেফলাইটিসে শিশু মৃত্য ঘিরে উত্তপ্ত আন্দুল
রাজীব মুখার্জী, হাওড়া তৃতীয় শ্রেণীর এক ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলে।আজ সাকলে ঘটনাটি ঘটে হাওড়া আন্দুল রোডের ওই স্কুলের সামনে। স্কুলের গেট ঘেরাও করে বিক্ষোভ অভিবাবকদের। অবরোধ করা হয় রাস্তাও। পরে সকরাইল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার আর পাঁচটা দিনের মতোই স্কুলে … Read more