২০১৫-র তুলনায় একুশের পুরভোটে শক্তি বাড়ছে বিজেপির, বুথ ফেরত সমীক্ষায় উঠে এল তথ্য
বাংলা হান্ট ডেস্কঃ একুশের নির্বাচনে কলকাতায় একটিও আসন না পেলেও, একই বছরে কলকাতা পুরসভার নির্বাচনে গতবারের তুলনায় ক্ষমতা বাড়তে চলেছে বিজেপির। ২০১৫ সালের তুলনায় এবারের নির্বাচনে বিজেপি কয়েকটি আসন বেশি পেতে পারে। C-Voter Exit Poll-এ কলকাতার পুরনির্বাচনে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতায় লাল বাড়ি দখল করবে বলে দেখানো হচ্ছে। ২০১৫ সালে ১৪৪টি আসনের মধ্যে তৃণমূলের দখলে ছিল ১১৩টি … Read more