গোয়ার একমাত্র NCP বিধায়ককে দলে টানল তৃণমূল, ভালো ভাবে নেবেন কী শরদ পাওয়ার?
বাংলা হান্ট ডেস্কঃ ত্রিপুরার পর গোয়াতেও শক্তি বাড়াতে তৎপর তৃণমূল কংগ্রেস। আর সেই সূত্রেই সোমবার গোয়ার শাসকদল গমন্ত্রক মহারাষ্ট্রবাদী পার্টির সঙ্গে জোট করল ঘাসফুল শিবির। জোটের পর এবার গোয়ায় শরদ পাওয়ারের দল NCP-র একমাত্র বিধায়ক চার্চিল আলেমাও তৃণমূল শিবিরে যোগ দেন। পাশাপাশি বিধায়কের মেয়েও আজ তৃণমূলের পতাকা তুলে নেন। সোমবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের … Read more