মেটাচ্ছে না বকেয়া টাকা,অনলাইন সংস্থার কর্মীদের আটকে রাখলো হোটেল ব্যাবসায়ীরা
সৌতিক চক্রবর্তী,বোলপুর,বীরভূমঃ বোলপুর ও শান্তিনিকেতনের হোটেল মালিকেরা অনলাইন সংস্থার কর্মীদের হোটেলের ভিতরে আটকে রেখে দিলো। অভিযোগ,বেশ কয়েক মাস ধরেই অনলাইন সংস্থাটি মেটাচ্ছে না বকেয়া টাকা। বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। এইদিকে লক্ষ,লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বোলপুর ও শান্তিনিকেতনের হোটেল মালিকদের। জানা গেছে,বোলপুর ও শান্তিনিকেতনের মোট ৪০ টি হোটেল একটি অনলাইন সংস্থার সঙ্গে … Read more