বাংলা হান্ট নিউজ ডেস্ক: দীর্ঘদিন চোটের কারণে ভারতীয় দলে (Team India) অনুপস্থিত রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। কিন্তু গত কয়েক মাসে তার না থাকার সমস্যা, অন্তত সীমিত ওভারের ক্রিকেটে অনেকটাই ভুলিয়ে দিয়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। ব্যাট হাতে খেলেছেন বেশ কিছু স্মরণীয় ইনিংস। বল হাতেও বিপক্ষের ব্যাটারদের সমস্যায় ফেলেছেন। কিন্তু নিউজল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) ভারতীয় দলের অংশ নন তিনি।
এর কারণ হলো আজ এই নিজের জীবনের নতুন ইনিংস আরম্ভ করতে চলেছেন গুজরাটের তারকা অলরাউন্ডার। নিজের প্রেমিকা মেহা প্যাটেলকে আজই ২৬ শে জানুয়ারি বিবাহ করতে চলেছেন অক্ষর। তার আগে ব্যাটিং এবং বোলিংয়ের পাশাপাশি তার আরও একটি গুণ প্রকাশ্যে এলো।
বুধবার নিজের বিবাহের আগের দিন সঙ্গীত অনুষ্ঠানে ‘মান মেরি জান’ গানে নিজের প্রেমিকার সঙ্গে পা মিলিয়েছেন অক্ষর। ইন্টারনেটে তার এই নাচের ভিডিওটি এখন ভাইরাল। নৃত্যশেষে নিজের সঙ্গিনীকে কোলে তুলে ঘোরাতেও দেখা যায় অক্ষরকে। এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জয়দেব উনদকাটও। অনেক নেটিজেন মজা করে বলছেন যে তিনি ফিল্ডিংয়ের চেয়ে নৃত্যটাই বেশি ভালো পারেন।
নিজের বিবাহের কারণে আপাতত নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে নিজেকে সরিয়ে রেখেছেন অক্ষর। ওডিআই এবং টি-টোয়েন্টি কোনও সিরিজেই অংশ নেননি তিনি। বিসিসিআই এই নির্দিষ্ট সময়ের জন্য তার ছুটি মঞ্জুর করেছে। তার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে অবশ্য চুটিয়ে ক্রিকেট খেলেছেন অক্ষর।

তিনি আপাতত বিশ্রামে থাকলেও বিবাহের পরে খুব বেশিদিন ছুটি পাবেন না। আসন্ন ফেব্রুয়ারি মাসেই ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথরা ভারতের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন। এই বর্ডার-গাভাস্কার ট্রফিতে ক্রিকেটের মাঠে প্রত্যাবর্তন করবেন অক্ষর।





Made in India