বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। এরই মধ্যে জামিন পেলেন অয়ন শীল (Ayan Shil)। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় জামিন পেলেন প্রোমোটার অয়ন শীল। প্রসঙ্গত, এর আগে ইডির মামলাতে জামিন মিলেছিল। ইডি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অভিযুক্তর জামিন মঞ্জুর করেছিলেন। এবার সিবিআই মামলাতেও জামিন। তবে এখনই জেলমুক্ত হবে না।
প্রাথমিক মামলায় পাঁচ নম্বর জামিন-Recruitment Scam
নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেও কিন্তু এখনই অয়নের জেলমুক্তি হচ্ছে না। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি এবং সিবিআই— উভয়ের হাতেই গ্রেফতার হয়েছেন অয়ন শীল। সেই মামলার তদন্ত এখনও চলছে। প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূলের প্রাক্তন যুবনেতা কুন্তল এবং শান্তনুর সূত্র ধরে অয়নের নাম উঠে এসেছিল।
২০২৩ সালের মার্চ মাসে এই প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের অফিস এবং হুগলিতে তার বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি ED। সেখান থেকে উদ্ধার হয় প্রচুর ওএমআর শিট এবং ২৮ পাতার একটি নথি। এরপরই গ্রেফতার হন অয়ন। এবারে ২০২৫ সালে এসে এক মামলায় মুক্তি।
অয়নকে নিয়ে প্রাথমিক মামলায় জামিনের সংখ্যা দাঁড়াল পাঁচ। এর আগে নীলাদ্রি দাস, তাপস মণ্ডল সহ নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ এই মামলায় জামিন পেয়েছেন। সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ও অন্তর্বর্তী জামিন পেয়েছেন। এবার সেই তালিকায় জুড়ল অয়নের নাম।

আরও পড়ুন: রাজ্যের শিক্ষামন্ত্রী! সেই ব্রাত্য বসুর নামে পড়ল ‘ওয়ান্টেড’ পোস্টার! তোলপাড় বাংলা
শুক্রবার অয়নের মামলাটি কলকাতার বিচারভবনে ওঠে। এদিন এক লক্ষ টাকার বন্ড ও বেশ কয়েকটি শর্তের সাপেক্ষে অয়নের (Ayan Shil) জামিন মঞ্জুর করেছেন বিচারক।





Made in India