বাংলাহান্ট ডেস্ক: হইহই করে শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। বলিউডেও সাজো সাজো ভাব। ইতিমধ্যেই বিয়ে সেরেছেন রাজকুমার-পত্রলেখা এবং অনুষ্কা রঞ্জন-আদিত্য শীলের মতো তারকারা। আগামীতে যাদের বিয়ের তারিখ আসছে তাদের মধ্যে অন্যতম ভিকি কৌশল (vicky kaushal) ও ক্যাটরিনা কাইফ (katrina kaif)। ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা, গুঞ্জন রয়েছেন এমনটাই। সম্প্রতি এই গুঞ্জনের আগুনই আরেকটু উসকে দিলেন আয়ুষ্মান খুরানা (ayushmann khurrana)।
সম্প্রতি একটি শো তে নিজের আসন্ন ছবি ‘চণ্ডীগড় করে আশিকি’র প্রচারে এসেছিলেন আয়ুষ্মান। সঙ্গে ছিলেন নায়িকা বাণী কাপুর এবং পরিচালক অভিষেক কাপুর। সেখানেই সঞ্চালক একগুচ্ছ অভিনেত্রীদের নাম দিয়ে আয়ুষ্মানকে জিজ্ঞাসা করেন, এদের সঙ্গে যদি তাঁকে ‘আশিকি’ করতে হয় তবে কী ধরনের ডেটে নিয়ে যাবেন তাদের?

প্রথমেই নাম আসে ক্যাটরিনার। নাম শুনে ভাবতে শুরু করে দেন আয়ুষ্মান। তখন মজা করে তাঁকে বলা হয়, এত ভাবছেন, এদিকে অন্য কারোর সঙ্গে ডেটে চলে যাবেন ক্যাটরিনা। সঙ্গে সঙ্গে আয়ুষ্মান মজা করেন বলেন, “সে তো চলেই গিয়েছে!” একটু থেমে ফের বলেন, “আমি ওঁর মতো নাচতে পারি না। আমি জানিনা ঠিক, ক্যাটরিনা কাইফ, কিন্তু হ্যাঁ ভিকি একজন পাঞ্জাবি, তাই পাঞ্জাবি সম্পর্ক তো থাকবেই।”
ব্যস, এটুকু ইঙ্গিতই দরকার ছিল। ‘ভিক্যাট’ অনুরাগীরা তাতেই খুশি। দিওয়ালিতেই নাকি পরিচালক কবীর খানের বাড়িতে বাগদান সম্পন্ন হয়েছে ভিকি ক্যাটরিনার। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ জনেদের উপস্থিতিতেই আংটি বদল করেছেন ভিকি ক্যাটরিনা।

শোনা যাচ্ছে, রাজস্থানের সাওয়াই মাধোপুরের বিলাসবহুল রিসর্ট সিক্স সেন্সেস ফোর্ট, বারওয়ারাতেই বিয়ের আসর বসবে ভিকি ক্যাটরিনার। ইতিমধ্যেই নাকি দুই পক্ষের টিম পৌঁছে গিয়েছে বিয়ের প্রস্তুতির তদারকি করতে। হবু বর কনে ধীরেসুস্থে আসবেন পরে। ৭ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে বিয়ের অনুষ্ঠান। বিয়েতে জনপ্রিয় বাঙালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির লেহেঙ্গাতেই সাজবেন ক্যাট।





Made in India